প্রশ্নঃ কোম্পানির মূলধন কি? শেয়ার মূলধন হতে এটি কতটুকু পৃথক?
অথবা, কোম্পানির মূলধন ও শেয়ার মূলধনের পার্থক্য কি?
ভূমিকাঃ ইংরেজি Capital শব্দের বাংলা অর্থ মূলধন। মূলধনকে একটি কোম্পানির প্রাণ বলা যায়। কোন কোম্পানি গঠন করতে হলে বা জিনিসপত্র ক্রয় করতে হলে বা যন্ত্রপাতি ক্রয় করতে হলে বা শ্রমিক বা কর্মচারীদের মজুরি প্রদান ইত্যাদি কাজ সম্পাদন করতে হলে মূলধনের বিকল্প নেই।
কোম্পানির মূলধন (Capital) বা পুঁজি কাকে বলেঃ
কোন কারবার শুরু করতে হলে অর্থ প্রয়োজন। অর্থ ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি বা কারবার শুরু করা যায় না এবং পরিচালনাও করা যায় না।
সুতরাং বলা যায়, যে অর্থ বিনিয়োগ করে কোন কারবার আরম্ভ করা হয় তাকে মূলধন বলে। অন্যভাবে বলা যায়, দেনা ছাড়া কোম্পানির যে অর্থ-সম্পদ থাকে তাকে মূলধন বলে।
শেয়ার মূলধন হতে এটি কতটুকু পৃথক অথবা কোম্পানির মূলধন ও শেয়ার মূলধনের পার্থক্যঃ নিম্নে কোম্পানির মূলধন ও শেয়ার মূলধনের পার্থক্য উল্লেখ করা হলো-
উপসংহারঃ মূলধন ছাড়া কোন কোম্পানি চলতে পারে না। মূলধনই হলো কোম্পানির মূল ভিত্তি। কোন কোম্পানি প্রয়োজন মনে করলে তার মূলধন বৃদ্ধি করতে পারে। আবার প্রয়োজন মনে করলে হ্রাসও করতে পারে। মূলতঃ কোম্পানির উন্নতির জন্যই মূলধন বৃদ্ধি বা হ্রাস করা হয়।
Leave a comment