প্রশ্নঃ পরিচালক কে? পরিচালকের অধিকার ও দায়-দায়িত্ব উল্লেখ কর।

ভূমিকাঃ যিনি কোন কিছু পরিচালনা করেন তাকে পরিচালক বলে। ইংরেজিতে বলে Director। কোন কোম্পানির শেয়ার মালিকগণ প্রকৃতপক্ষে কোম্পানির মালিক হলেও তারা সকলে মিলে কোম্পানি পরিচালনা করেন না। শেয়ার মালিকগণ ভোটের মাধ্যমে এক দল পরিচালক নির্বাচন করেন। এরাই মূলতঃ কোম্পানি পরিচালনা করেন।

পরিচালক (Director) কেঃ কোন কোম্পানি পরিচালনার জন্য শেয়ারহোল্ডারগণ কর্তৃক নির্বাচিত ব্যক্তিদেরকে পরিচালক বলে।

কোম্পানি আইনের ২(১-আই) ধারা অনুযায়ী- যে ব্যক্তি পরিচালকের স্থান দখল করে থাকে তাকে পরিচালক বলে। এক্ষেত্রে তিনি যে নামেই অভিহিত হোন না কেন, তিনি পরিচালক হিসেবে গণ্য হবেন।

লিমিটেড কোম্পানিতে কমপক্ষে ৩ জন এবং প্রাইভেট কোম্পানিতে কমপক্ষে ২ জন পরিচালক থাকবেন। [ধারা-৯০]

পরিচালকের অধিকারঃ নিম্নে একজন পরিচালকের অধিকার উল্লেখ করা হলো-

(১) পারিশ্রমিক গ্রহণ : একজন পরিচালক তার কাজের জন্য পারিশ্রমিক গ্রহণ করতেপারেন। 

(২) কারবার পরিচালনা : একজন পরিচালক কারবার পরিচালনায় অংশ গ্রহণ করতে পারেন। 

(৩) সভায় উপস্থিত হওয়া : একজন পরিচালক বিভিন্ন সভায় উপস্থিত থাকতে পারেন।

(৪) সভায় নিজস্ব মত ব্যক্ত করা : একজন পরিচালক বিভিন্ন সভায় নিজস্ব মতামত ব্যক্ত নিলাম করতে পারেন।

(৫) অবসর গ্রহণ : পরিচালক যে কোন সময় অবসর গ্রহণ করতে পারেন।

(৬) লভ্যংশ ঘোষণা : একজন পরিচালক লভ্যংশ ঘোষণা করতে পারেন।

(৭) লভ্যংশ বন্টন : লভ্যংশ ঘোষণার পাশাপাশি একজন পরিচালক লভ্যংশ বন্টন করতে পারেন।

(৮) বিভিন্ন নিয়োগদান : একজন পরিচালক কোম্পানির সকল ধরনের কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ করতে পারেন।

(৯) অপসারণ : একজন পরিচালক কোম্পানির সকল ধরনের কর্মকর্তা ও কর্মচারিকে অপসারণ করতে পারেন।

(১০) নীতি-নির্ধারণ : কোম্পানির নীতি-নির্ধারণে পরিচালক বিভিন্ন ভূমিকা রাখতে পারেন। 

(১১) কোন বিষয় অবগত হওয়া : কোম্পানির যে কোন বিষয় একজন পরিচালক অবগত হতে পারেন।

পরিচালকের দায়-দায়িত্বঃ নিম্নে একজন পরিচালকের দায়-দায়িত্ব উল্লেখ করা হলো-

(১) নিজ নামে চুক্তি করলে : কোন পরিচালক নিজ নামে কোন চুক্তি করলে তার জন্য দায়ী হবেন।

(২) মেমোরেন্ডামের বাইরে কাজ করলে : কোন পরিচালক যদি মেমোরেন্ডামের বাইরে কোন কাজ করেন তাহলে উক্ত কাজের জন্য তিনি দায়ী থাকবেন।

(৩) অবহেলা করলে : কোন পরিচালক তার কাজে কোন অবহেলা করলে তার জন্য দায়ী হবেন।

(৪) ইচ্ছাকৃত ভুল করলেঃ কোন পরিচালক ইচ্ছাকৃত কোন ভুল করলে উক্ত ভুলের জন্য  ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবেন।

(৫) ঋণ গ্রহণ করলেঃ কোন পরিচালক ঋণ গ্রহণ করলে তার জন্য তিনি দায়ী থাকবেন। 

(৬) বিশ্বাস ভঙ্গ করলেঃ কোন পরিচালক জিম্মাদার হিসেবে বিশ্বাস ভঙ্গ করলে তার জন্য তিনি দায়ী থাকবেন।

(৭) কোম্পানি বিরোধী কাজ করলে : কোন পরিচালক কোম্পানির স্বার্থ বিরোধী কোন কাজ করলে তিনি সেই কাজের জন্য দায়ী থাকবেন।

(৮) ক্ষমতার অতিরিক্ত কাজ করলে : কোন পরিচালককে মেমোরেন্ডামে যে ক্ষমতা প্ৰদান করা হয়েছে তার অতিরিক্ত কাজ করলে তিনি দায়ী হবেন।

উপসংহার : কোম্পানিতে প্রত্যেক পরিচালকের যেহেতু নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকতে হয় সেহেতু সকল পরিচালক কোম্পানির মালিকও বটে। কোম্পানি পরিচালনার জন্য শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরিচালক নির্বাচন করা হয়। কোম্পানি পরিচালনায় পরিচালকগণই মূলত: প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেন বা কাজ করেন।