আয়রনের(Fe) সাথে কোবাল্ট(Co) ও কার্বন(C) মিশ্রিত হয়ে যে সংকর ধাতু তৈরি করে তাকে কোবাল্ট ইস্পাত বলে।

কোবাল্ট ইস্পাতে আয়রন-90% ; কোবাল্ট-9% ; কার্বন-1% উপস্থিত থাকে। 

কোবাল্ট ইস্পাত দ্বারা বল বিয়ারিং ও স্থায়ী চুম্বক তৈরি করা হয়।