✱ কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরির জন্য একটি দরখাস্ত লেখ।

২ মার্চ ২০২২ 

বরাবর 

ব্যবস্থাপক 

পুথিনিলয় ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা-১১০০। 

বিষয় : অফিস সহকারী পদের জন্য আবেদন। 

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ২৮.০২.২০২২ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’- এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়ােগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার যােগ্যতা ও অভিজ্ঞতা আপনার সুবিবেচনার জন্য নিচে উপস্থাপন করছি 

ব্যক্তিগত তথ্য

নাম                              : মাে. আব্দুস সালাম। 

পিতার নাম                  : মাে. সুলাইমান। 

মাতার নাম                  : রেবেকা আক্তার। 

জন্ম তারিখ                  : ২২.০২.১৯৯১। 

জাতীয়তা                     : বাংলাদেশি।

ধর্ম                               : ইসলাম। 

বৈবাহিক অবস্থা          : অবিবাহিত। 

বর্তমান ঠিকানা           : ৩৮/১, চ, বংশাল, ঢাকা-১১০০। 

স্থায়ী ঠিকানা                : গ্রাম : নিজমেহের, পাে : কালিবাড়ি, উপজেলা : শাহরাস্তি, জেলা : চাঁদপুর। 

যােগাযােগ 

মােবাইল/ফোন নম্বর : +৮৮০১…… 

ই-মেইল : ……………..@…….com 

শিক্ষাগত যােগ্যতা 

শিক্ষাগত যােগ্যতা

অভিজ্ঞতা

১. একটি সুপার শপে হিসাব সহকারী হিসেবে ৩ বছর দায়িত্ব পালন। 
২. একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানে হিসাব সহকারী হিসেবে ২ বছর যাবৎ কর্মরত।

অতএব মহােদয়ের সমীপে নিবেদন এই যে, উপরিউক্ত যােগ্যতার বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়ােগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি । 

নিবেদক 

মাে. আব্দুস সালাম। 

শাহরাস্তি, চাঁদপুর।

সংযুক্তি 

১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি। 

. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি। 

৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি। 

৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ। 

৫. সদ্যতােলা পাসপাের্ট আকারের তিন কপি ছবি।