✱ কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরির জন্য একটি দরখাস্ত লেখ।
২ মার্চ ২০২২
বরাবর
ব্যবস্থাপক
পুথিনিলয় ৩৮/২-ক, বাংলাবাজার, ঢাকা-১১০০।
বিষয় : অফিস সহকারী পদের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ২৮.০২.২০২২ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’- এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে কয়েকজন অফিস সহকারী নিয়ােগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার যােগ্যতা ও অভিজ্ঞতা আপনার সুবিবেচনার জন্য নিচে উপস্থাপন করছি一
ব্যক্তিগত তথ্য
নাম : মাে. আব্দুস সালাম।
পিতার নাম : মাে. সুলাইমান।
মাতার নাম : রেবেকা আক্তার।
জন্ম তারিখ : ২২.০২.১৯৯১।
জাতীয়তা : বাংলাদেশি।
ধর্ম : ইসলাম।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
বর্তমান ঠিকানা : ৩৮/১, চ, বংশাল, ঢাকা-১১০০।
স্থায়ী ঠিকানা : গ্রাম : নিজমেহের, পাে : কালিবাড়ি, উপজেলা : শাহরাস্তি, জেলা : চাঁদপুর।
যােগাযােগ
মােবাইল/ফোন নম্বর : +৮৮০১……
ই-মেইল : ……………..@…….com
শিক্ষাগত যােগ্যতা
অভিজ্ঞতা
১. একটি সুপার শপে হিসাব সহকারী হিসেবে ৩ বছর দায়িত্ব পালন।
২. একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানে হিসাব সহকারী হিসেবে ২ বছর যাবৎ কর্মরত।
অতএব মহােদয়ের সমীপে নিবেদন এই যে, উপরিউক্ত যােগ্যতার বিবেচনায় আমাকে উক্ত পদে নিয়ােগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি ।
নিবেদক
মাে. আব্দুস সালাম।
শাহরাস্তি, চাঁদপুর।
সংযুক্তি
১. সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি।
২. প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. অভিজ্ঞতার সনদের ফটোকপি।
৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ।
৫. সদ্যতােলা পাসপাের্ট আকারের তিন কপি ছবি।
Leave a comment