প্রশ্নঃ তুমি কি বাংলাদেশ দণ্ডবিধিতে এমন কোন অপরাধের উল্লেখ করতে পার যার জন্য মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোন শাস্তি নেই? আলোচনা কর।
উত্তরঃ মৃত্যদণ্ডই যেখানে একমাত্র শাস্তি বিধান বাংলাদেশ দণ্ডবিধিতে ৭টি ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এগুলি হচ্ছে, রাষ্ট্রদ্রোহিতা (১২১ ধারা) বিদ্রোহে সহায়তা প্রদান (১৩২ ধারা) কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান (১৯৪ ধারা), নরহত্যা (৩০২, ৩০৩ ধারা), কোন উন্মাদ বা নাবালককে আত্মহত্যায় সহায়তা প্রদান (৩০৫ ধারা), যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক নরহত্যার প্রচেষ্টা (৩০৭ ধারা) এবং নরহত্যাসহ ডাকাতি (৩৯৬ ধারা)।
এগুলোর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তক নরহত্যার প্রচেষ্টা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বিকল্প শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক নরহত্যার প্রচেষ্টার ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি। এর কোন বিকল্প শাস্তি বিধান নেই৷
Leave a comment