কোক কার্বনঃ খনি থেকে আহরিত কয়লাকে তাপ দিলে বিভিন্ন উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হয়। গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষেকে কোক বলে।
Crude Oil : অপরিশোধিত তেল মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ।
Refining : অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে পৃথক করার প্রক্রিয়া হলো পরিশোধন বা রিফাইনিং।
Leave a comment