কৃত্রিম ভাবে নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরণ কী?
কৃত্রিমভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করে রাখার পদ্ধতিকে কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন বলে।
কৃত্রিম ভাবে নাইট্রোজেন ফিক্সেশন কয়টি পদ্ধতিতে করা হয়।
১. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ারুপে নাইট্রোজেন ফিক্সেশনঃ হেবার পদ্ধতিতে প্রায় 200 বায়ুমন্ডলীয় চাপে ও 550 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় Fe চূর্ণ প্রভাবকের সহায়তায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে হাইড্রোজেন এর সাথে বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া রূপে ফিক্সেশন করা হয়। এখানে মলিবডেনাম(Mo) প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে।
N₂ + 3H₂ —–> 2NH₃
২. ক্যালসিয়াম সায়ানামাইডরূপে ফিক্সেশনঃ বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড (CaC₂) এর উপর দিয়ে চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড (CaNCN) ও কার্বন গুড়ার মিশ্রণ উত্তর উৎপন্ন হয়।
CaC₂ + N₂ ——> CaNCN + C
৩. নাইট্রিক এসিডেরুপে ফিক্সেশনঃ বার্কল্যান্ড আইডের পদ্ধতিতে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন কে উত্তপ্ত করলে NO উৎপন্ন হয় যা পরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারিত হয়ে NO₂ উৎপন্ন হয়। এই NO₂ পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড উৎপন্ন করে। যা নাইট্রোজেন ফিক্সেশন করে।
N₂ + O₂ —–> 2NO
2NO + O₂ —> 2NO₂
4NO₂ + 2H₂O + O₂ —-> 4HNO₃
৪. ধাতব নাইট্রাইডরূপে ফিক্সেশনঃ ধাতু যেমন- উত্তপ্ত ম্যাগনেসিয়াম বায়ুমন্ডলের নাইট্রোজেন এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড (Mg₃N₂) উৎপন্ন করে। এই Mg₃N₂ গরম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড Mg(OH)₂ ও অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে।
3Mg + N₂ —–> Mg₃N₂
Mg₃N₂ + 6H₂O —> 3Mg(OH)₂ + 2NH₃
Leave a comment