প্রশ্নঃ কৃত্রিম ব্যক্তি (Juristic person) কাকে বলে? 

কৃত্রিম ব্যক্তিঃ কৃত্রিম ব্যক্তির সংজ্ঞা নিম্নরূপ- 

স্বাভাবিক বা প্রাকৃতিক ব্যক্তিঃ যে সকল জীবিত মানুষ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার ভোগ ও কর্তব্য পালন করে থাকে সে সকল ব্যক্তিকেই স্বাভাবিক বা প্রাকৃতিক ব্যক্তি বলে। একজন সুস্থ ও সাবালক মানুষ একজন স্বাভাবিক ব্যক্তি। এই সব ব্যক্তির অবস্থান আইন ও তথ্য উভয় দ্বারাই সমর্থিত।

কৃত্রিম ব্যক্তিঃ কৃত্রিম ব্যক্তি বলতে কোন বিশেষ সংস্থা বা প্রতিষ্ঠানকে বুঝায় যারা আইনের দৃষ্টিতে ব্যক্তিত্বের মর্যাদা লাভ করেছে। এগুলি বৈধ অধিকার ভোগ ও কর্তব্য পালন করে থাকে। আইনের বিধানমত গঠিত কোন সংস্থা, কোম্পানী বা কর্পোরেশন, হিন্দুদের দেবদেবীর মূর্তি এ ধরনের কৃত্রিম ব্যক্তি।