প্রশ্নঃ শাস্তি হিসেবে কি তুমি মৃতুদণ্ডকে সমর্থন কর?
অথবা, মৃতুদণ্ড কি নৈতিক দিক দিয়ে সমর্থনযোগ্য?
অথবা, নৈতিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কি-না সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ অপরাধ হলো সমাজবিরোধী নৈতিকতার নিয়মবিরোধী কার্যকলাপ। মানুষ যখন সমাজবিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয় তখন তাকে অপরাধী বলে গণ্য করা হয় এবং তার জন্য রাষ্ট্র তাকে বিভিন্ন প্রকার শক্তি প্রদান করে।

নৈতিক দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কি-নাঃ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কি-না এ ব্যাপারে অনেক মত পার্থক্য রয়েছে। যেমন-

প্রতিরোধমূলক মতবাদ মৃত্যদণ্ডকে সমর্থন করেছে। কারণ এই মতবাদ অনুযায়ী কোনো অপরাধের জন্য অপরাধীকে মৃত্যুদণ্ডের ন্যায় কঠোর দণ্ড দিলে অন্য কেউ ভয়ে আর ঐ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।

প্রতিশোধমূলক মতবাদ ও মৃত্যুদণ্ডকে সমর্থন করে৷ এই মতবাদের মূল কথা হলো, অপরাধীর কারণে কোনো ব্যক্তি যে ধরনের ভোগান্তির স্বীকার হয়েছে শাস্তি হিসেবে অপরাধীকেও একই ধরনের ভোগান্তিতে ফেলে। তাই এ মতবাদ খুনের বদলে খুন বা মৃত্যুদণ্ডকে সমর্থন করে। আরব রাষ্ট্রগুলোতে এই মতবাদ খুনের বদলে খুন বা মৃতুদণ্ডকে সমর্থন করে। আরব্য রাষ্ট্রগুলোতে এই শাস্তির ব্যবস্থা লক্ষ্য করা যায়।

সংশোধনমূলক মতবাদ মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। তারা অনেকটা মানবতার কথা বলে যে, অপরাধীকে শুধরানোর জন্য একটা সুযোগ দেওয়া উচিত।

মানবতাবাদীরাও মৃত্যুদণ্ড প্রদানের বিপক্ষে। তারা বলেন, শাস্তির মূল উদ্দেশ্য হলো নৈতিক ও সামাজিক নিয়মের মহিমা রক্ষা করা। মানুষ যখন নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে তখনই সে অপরাধ করে। যদি অপরাধের বিরুদ্ধে মানুষকে সঠিকভাবে সচেতন করা এবং এ ব্যাপক জনমত গড়ে তোলা যায় তবে অপরাধ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো প্রয়োজন নেই।

‘মৃত্যুদণ্ড’ শাস্তি হিসেবে যুক্তিযুক্ত কি-না এ দিয়ে অনেক মতবাদ থাকলেও এর কোনো একটিকে এককভাবে সমর্থন করার উপায় নেই। কারণ সমাজে অনেক অপরাধী আছে যারা স্বভাব অপরাধী। যারা ঠাণ্ডা মাথায় অপরাধ করে পূর্বপরিকল্পিত ভাবে। মৃত্যুদণ্ড রহিত হলে এই সকল অপরাধীরা চাঙ্গা হয়ে উঠবে এবং সমাজে অপরাধ বহুগুণে বেড়ে যাবে। তাই সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধের মাত্রা ও ধরন বিচার বিশ্লেষণ করে অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদানের প্রক্রিয়া অবশ্যই সমর্থনযোগ্য।

উপসংহারঃ উপরের আলোচনার পরিশেষে দেখা যায় যে, কোনো কোনো মতবাদের দার্শনিকরা শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডকে সমর্থন করেছেন আবার কোনো কোনো মতবাদের দার্শনিকরা এটিকে সমর্থন করেননি। তবে একথা অবশ্যই বলা যায় যে, ঠাণ্ডা মাথার এবং স্বভাব অপরাধীদের অপরাধ বিচার করে মৃত্যুদণ্ডই যোগ্য শাস্তি।