কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা যায়।


কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুন করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো ঐ অণুর আপেক্ষিক আনবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আনবিক ভরকে আনবিক ভর হিসেবে বিবেচনা করা হয়।

যেমন – O₂ অণুতে অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর  16 এবং পরমাণুর সংখ্যা  2 কাজেই অক্সিজেনের আপেক্ষিক আনবিক ভর =  16. 2 = 32