লেখকের এ কথা বলার কারণ: সুভাষ মুখােপাধ্যায় তাঁর ‘কলের কলকাতা’ রচনায় ইংরেজের বিরুদ্ধে দেশবাসীর সম্মিলিত প্রতিরােধের কথা তুলে ধরেছেন শহর কলকাতার প্রেক্ষাপটে। চৌরঙ্গির রেস্তোরাঁর কর্মচারী, শিয়ালদহর বাজারে ঝাকামুটের কাজ করা মানুষটা, ফুটপাতে ভিড় জমিয়ে খেলা দেখানাে লােকটা, রাস্তায় জুতাে পালিশ করা ছেলেটা—ইংরেজের গুলিকে অগ্রাহ্য করে প্রতিবাদ মিছিলে জড়াে হয় সকলেই। কার্জন পার্কে জনসমুদ্র গােরা পল্টনদের পিছিয়ে যেতে বাধ্য করে। কংগ্রেস, মুসলিম লিগ আর ছাত্র নওজোয়ানের পতাকা রাস্তার দখল নেয়। ইংরেজের হােটেলে আগুন লাগিয়ে জীবন দেয় অকুতােভয় বালক। ধুতি-পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলােক লজ্জিত হন ইংরেজের গুলি তার বুকে না লেগে পিঠে লেগেছে বলে। বীরত্ব ও আত্মদানের অর্ঘ্য সাজিয়ে দেয় বাঙালি। রাজাবাজারের বস্তিতে কদম রসুল শহীদ হলে চাঁদা তুলে সকলে তার পরিবারের পাশে দাঁড়ায়। প্রতিবাদ আর সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত তৈরি করে কলকাতা। ইংরেজের সেনারা শুধু অত্যাচার করেই ক্লান্ত থাকে না, লুটের রাজত্বও চালায়। ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা অবশ্য কমে আসে। রাস্তায় ফিরে আসে গতানুগতিক জীবনপ্রবাহ। কিন্তু ইংরেজ বুঝতে পারে যে, এভাবে দেশের দখল রাখা আর সম্ভব নয়। এমনকি ‘সেপাই সাত্রীও আর তার বাধ্য নয়’। ভারত ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে থাকে তারা। এই প্রেক্ষাপটেই লেখক মন্তব্যটি করেছেন।


কলকাতার ইটের পাঁজরে লুকিয়ে আছে ভালােবাসার ঝরনা।—কলের কলকাতা অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করাে। 


রামদুলালবাবু বালক লেখককে কীভাবে ইতিবাচক ও নেতিবাচক আবেগে আন্দোলিত করেছিলেন তা কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখাে। 


কী প্রসঙ্গে কলকাতার নিম্নলিখিত স্থানগুলি লেখকের রচনায় এসেছে ক্লাইভ স্ট্রিট, মুচিপাড়া থানা, রাজাবাজার বস্তি, চিনেপাড়া, খিদিরপুর? 


মেঘের গায়ে জেলখানা। বিশ্বাস হয় না? দেখে এসাে বক্সায়।—লেখকের এই বক্সায় যাত্রাপথের বর্ণনা দাও। 


সামনে একটা কাঠের ফলকে লেখা: সান্তালবাড়ি। -মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখক সুভাষ মুখােপাধ্যায়ের রাজাভাতখাওয়া থেকে সান্তালবাড়ি অবধি যাত্রাপথের বর্ণনা দাও। 


গাড়ি এসে থামে রাজাভাতখাওয়ায়।—শিলিগুড়ি থেকে লেখকের রাজাভাতখাওয়ায় আসার যাত্রাপথের বর্ণনা দাও। সেখানে নেমে লেখকের কী অভিজ্ঞতা হয়েছিল? 


মেঠো রাস্তার ওপর দিয়ে কাতারে কাতারে চলেছে মানুষ।— লেখক কখন, কোথায় এই দৃশ্য দেখেছিলেন? সেদিন আর কোন্ কোন্ দৃশ্য দেখেছিলেন লেখক? 


ডানদিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি। -কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

অথবা সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে বক্সা জেলখানার বর্ণনা দাও। 


সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা।—সান্তালবাড়ি থেকে কীভাবে লেখক বক্সা জেলখানায় পৌঁছেছিলেন, তা মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে লেখাে। 


গাঁয়ের লােকে ঠাট্টা করে বলে—চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত।—সাধু কে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখাে। 

অথবা সুভাষ মুখােপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বন করে সাধুচরণের পরিচয় দাও। 


এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ।—কোন্ প্রসঙ্গে লেখকের কাছে এই সত্য ধরা পড়েছিল? কথাটির নিহিতার্থ আলােচনা করাে। 


এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ।— এখানে এরা বলতে কাদের কথা বােঝানাে হয়েছে? মুস্তাফার বিশদ পরিচয় দাও। 

Bangla সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)