কাঠ কয়লার গর্তে আয়রনের লবণ যেমন- ফেরাস সালফেট (FeSO₄) এর সাথে দ্বিগুণ পরিমাণ সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) মিশ্রিত করে বিজারণ শিখায় তীব্রভাবে উত্তপ্ত করলে কালো বর্ণের ধাতুব গুটি (Fe) উৎপন্ন হয়। এই ধাতব গুটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়।

FeSO₄ + Na₂CO₃ —–> FeCO₃+ Na₂SO₄

FeCO₃ —–> FeO + CO₂

FeO + C —–> Fe + CO

এভাবে কাঠ-কয়লার বিজারণ পরীক্ষার মাধ্যমে আয়রন সনাক্ত করা হয়।