কাঠ কয়লার গর্তে কপার লবণ যেমন- কপার সালফেট (CuSO₄) এর সাথে দ্বিগুণ পরিমাণ সোডিয়াম কার্বনেট (NaCO₃) নিয়ে বুনসেন দ্বীপের বিজারণ শিখায় উত্তপ্ত করলে ধাতব কপার উৎপন্ন হয়ে লাল বর্ণের আস্তরণ সৃষ্টি হয়।
CuSO₄ + Na₂CO₃ ——> CuCO₃ + Na₂SO₄
CuCO₃ ——> CuO + CO₂
CuO + C —–> Cu + CO
সুতরাং লাল বর্ণের আস্তরণ লবণে Cu²+ আয়নের উপস্থিতি নির্দেশ করে।
Leave a comment