বর্তমানে জাপান পৃথিবীতে লৌহপিণ্ড এবং ইস্পাত উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও লােহা ও ইস্পাত শিল্পে জাপানের অগ্রগতির কারণগুলি হলㅡ
[1] বন্দরের নৈকট্য : জাপানের বেশির ভাগ লােহা ও ইস্পাত শিল্প সমুদ্রবন্দরের কাছে অবস্থিত। বন্দরের কাছে স্থাপিত হওয়ায় কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্যাদি রপ্তানির পরিবহণ ব্যয় খুব কম।
[2] বাজার : জাপানের ইস্পাত ও ইস্পাতজাত দ্রব্য খুব উচ্চমানের। এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রভৃতি দেশেও এইসব দ্রব্যের প্রচুর চাহিদা আছে। এ ছাড়া, জাপানের অভ্যন্তরীণ বাজারের আয়তনও সুবিশাল।
[3] আমদানিকৃত আকরিক লোহার ব্যবহার : আকরিক লােহার অভাব থাকায় জাপান প্রচুর পরিমাণে আকরিক লােহা ভারত ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করে। উন্নতমানের আমদানিকৃত লােহা ব্যবহারের ফলে প্রচুর ইস্পাত উৎপন্ন হয়।
[4] বর্জ্য লোহার ব্যবহার : জাপানে লােহা ও ইস্পাত উৎপাদনে বর্জ্য লােহার ব্যবহার ক্রমবর্ধমান। বর্জ্য লােহা এ দেশের বড়াে বড়াে শহর ও শিল্পকেন্দ্রগুলি থেকে পাওয়া যায়। এ ছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকেও বর্জ্য লােহা আমদানি করা হয়।
[5] আমদানিকৃত কয়লার ব্যবহার : লােহা ও ইস্পাত শিল্পের প্রয়ােজনীয় কয়লা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়।
[6] উন্নত প্রযুক্তি : জাপানে উন্নত প্রযুক্তির সাহায্যে লােহা ও ইস্পাত উৎপাদন করা হয়। এ দেশে বেসিক অক্সিজেন পদ্ধতি ও বিদ্যুৎশক্তির সাহায্যে ইলেকট্রিক আর্ক ফার্নেসে ইস্পাত উৎপাদন করা হয়। জাপানে জলবিদ্যুৎ শক্তি সুলভে ও অতি সহজেই পাওয়া যায়।
[7] শ্রমিকের নৈপুণ্য : জাপানের শিল্পোন্নতির অন্যতম কারণ শ্রমিকের নৈপুণ্য। এখানকার শ্রমিক খুবই পরিশ্রমী ও নিপুণ। শ্রমিকদের মাথাপিছু উৎপাদনশীলতা খুবই বেশি।
[8] সরকারি সাহায্য : শিল্পের উন্নতির জন্য জাপান সরকার উদ্যোগীদের প্রচুর ঋণ এবং শিল্পপতিদের নানাভাবে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করেছে।
[9] উন্নত ব্যবস্থাপনা : জাপানের শিল্পপতিরা উৎপাদন ব্যয় ও বাজার সম্পর্কে খুবই সচেতন, তারা সংস্থা-ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। যা এখানকার শিল্পোন্নতির একটি প্রধান কারণ।
[10] উন্নত পরিবহশ ব্যবস্থা : এ দেশের সড়ক, রেল ও জলপথ পরিবহণ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এর ফলে বড়াে বড়াে শহর থেকে বজ্য লােহা সংগ্রহ করতে এবং শিল্পকেন্দ্রগুলি থেকে লােহা ও ইস্পাতজাত সামগ্রী বাজারে পাঠাতে সুবিধা হয়।
জাপানের প্রধান চারটি অঞ্চলে লৌহ ইস্পাত কারখানাগুলি কেন্দ্রীভূত হয়েছে। এগুলি হলㅡ
-
[1] উত্তর কিউশু শিল্পাঞ্চল,
-
[2] কিনকি শিল্পাঞ্চল,
-
[3] কোয়ান্টো শিল্পাঞ্চল,
-
[4] উত্তর-পূর্ব হনশু শিল্পাঞ্চল এবং
-
[5] দক্ষিণ হােক্কাইডাে শিল্পাঞ্চল।
Leave a comment