সরকারি উকিলের কথার বর্ণনা: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলা চলাকালীন একদিন এক সরকারি উকিল ‘কলের কলকাতা’ রচনার লেখক সুভাষ মুখােপাধ্যায়ের বাড়িতে আসেন। বৈঠকখানায় বসে লেখকের বাবার কাছে ভদ্রলােক এমন মগ্ন হয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গল্প করছিলেন, যেন তিনি সূর্য সেনেরই সহযােগী। তিনি বিপ্লবী গণেশ ঘােষের লেখা কবিতা সুর করে পড়ে শােনান, বিপ্লবী কল্পনা দত্তর ডায়ারি থেকে পাতার পর পাতা মুখস্থ বলে যান। তার কথায় মনে হয়, পাহাড়তলি, ধলঘাট, কালারপােল। প্রভৃতি স্থানের কাহিনি ‘যেন কুরুক্ষেত্রের এক একটা উপাখ্যান’। আর সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, গণেশ ঘােষ, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রত্যেকেই যেন কুরুক্ষেত্রের এক-একজন মহারথী। পর্দার আড়াল থেকে অসাধারণ বাচনভঙ্গির অধিকারী সেই সরকারি আইনজীবীর কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন লেখক আর তার দাদা।
উকিলের প্রকৃত স্বরূপ সম্পর্কে লেখকের মূল্যায়ন : খাঁটি দেশপ্রেমিকের মতােই বিপ্লবীদের গল্প বললেও আসলে সেই উকিল ছিলেন একজন দেশদ্রোহী। কারণ এতক্ষণ যাদের জন্য তার দরদ উথলে উঠছিল, তাদের ফাঁসিতে লটকানাের জন্যই তাে তিনি উঠে পড়ে লাগবেন এরপর। তাই লােকটি চলে যাওয়ার পর রাগে গজগজ করতে থাকেন লেখক। এদের মানুষরূপে ভাবতেই তার অসুবিধা হয়।
Leave a comment