কপার পাইরাইটস হচ্ছে কপার ও আয়রনের একটি মিশ্র সালফাইড। এর সংকেত CuFeS₂ .
কপার পাইরাইটসে প্রচুর পরিমাণে আয়রন সালফাইড ভেজাল হিসেবে থাকে।
অক্সিজেনের তুলনায় সালফারের প্রতি কপারের আসক্তি বেশি হয়। পক্ষান্তরে সালফার অপেক্ষা অক্সিজেনের প্রতি আয়রনের আসক্তি বেশি। এজন্য কপার পাইরাইটসকে বায়ুতে তাপজারিত করে কপার অক্সাইড উৎপন্ন করার সময় দেখা যায়, কপার সালফাইড অপেক্ষা আয়রন সালফাইড অতি সহজে জারিত হয়। ফলে খুব সামান্য কপার অক্সাইড উৎপন্ন হয়।
এই সামান্য কপার অক্সাইড আবার ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়া করে কপার সালফাইডে পরিণত হয়।
CuFeS₂ + O₂ —–> Cu₂S+Cu₂O+ FeS+FeO + SO₂
Cu₂O+ FeS ——> Cu₂S + FeO
ফলে আকরিকের সম্পূর্ণ আয়রন সালফাইডকে জারণ করে অক্সাইডে পরিণত করে পরে ধাতুমল হিসেবে অপসারিত না করা পর্যন্ত কপার নিষ্কাশন সম্ভব নয়।
এজন্য কপার পাইরাইটস হতে কপার নিষ্কাশন কষ্টকর।
Leave a comment