কনিক্যাল ফ্লাস্কঃ যে ফ্লাক্সের নিচের অংশ প্রশস্ত এবং ক্রমশ উপরের দিকে সরু তাকে কনিক্যাল ফ্লাস্ক বলা হয়। 

সাধারণত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য এবং ট্রাইটেশন কাজে ব্যবহারের করা হয়।