কঠিন পদার্থঃ  যেসব পদার্থের নির্দিষ্ট আয়তন, আকার, দৃঢ়তা আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে সেই পদার্থ গুলিকে কঠিন পদার্থ বলে।
 

কঠিন পদার্থের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

১. কঠিন পদার্থের অনুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক থাকে।

২. কঠিন পদার্থের অণুগুলো স্থির অবস্থানে থাকে।

৩. কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো পরস্পরের সবচেয়ে নিকটে থাকে।

৪. এদের নির্দিষ্ট আকৃতি ও আয়তন আছে।

৫. কঠিন পদার্থের অনুগুলির স্থানান্তর ও আবর্তন গতি থাকেনা।

৬. কঠিন পদার্থের অণুসমূহের কম্পন গতি বিদ্যামান থাকে।

৭. বল প্রয়োগে কঠিন পদার্থ সাধারণত ভেঙ্গে যায়।

৮. তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের আয়তন সামান্য বৃদ্ধি পায়।

৯. কঠিন পদার্থে চাপ প্রয়োগ করলে সঙ্কুচিত হয় না।

১০.  কঠিন পদার্থের ঘনত্ব খুুব বেশি।