রাসায়নিক বিশ্লেষণে বিভিন্ন নমুনা পরিমাণ করার প্রয়োজন হয়।
নমুনার ওজন পরিমাপ করার জন্য রাসায়নিক ব্যালেন্স ব্যবহার করা হয়। রাসায়নিক ব্যালেন্স হিসেবে পল বুঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়।
পল বুঙ্গি ব্যালেন্সে 1g থেকে 100g এবং 5mg থেকে 500mg ভরের বাটখারা ওজন পরিমাপে ব্যবহার করা হয়। এই বাটখারা গুলিকে রাখার জন্য যে বক্স ব্যবহার করা হয় তাকে ওজন বক্স বা Weight box বলা হয়।
পল বুঙ্গি ব্যালেন্সে কোন নমুনা পরিমাপ করার সময় বাটখারা গুলিকে ডান পাল্লায় এবং নমুনাকে বাম পাল্লায় যোগ করা হয়।
Leave a comment