অথবা, এলিট সমাজ বলতে কী বুঝ?
ভূমিকাঃ বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় আলােচিত বিষয়গুলাের মধ্যে এটি অন্যতম। উন্নত বিশ্ব থেকে শুরু করে উন্নয়নশীল দেশগুলাের রাজনীতিতেও এলিটদের ভূমিকা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষণ করছেন। গবেষকরা মনে করেন পৃথিবীর যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূলে রয়েছে এলিটদের অবদান। সমালোচকরা অবশ্য এই বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করলেও অনেকাংশে এর সত্যতা পাওয়া যায়। বস্তুত এই কারণে বলা হয়ে থাকে Today’s government is government by elite.
পটভূমিঃ এলিট সম্পর্কিত ধারণার উৎপত্তি দীর্ঘদিনের নয়। সর্বপ্রথম ইউরােপে গণতন্ত্র ও সমাজতন্ত্রের সমালােচনাকারি মতবাদ হিসেবে এলিট সম্পর্কিত ধারণা আত্মপ্রকাশ করে। উনিশ শতকের শেষদিকে ইটালির রাষ্ট্রবিজ্ঞানী এবং Mosca এলিট সম্পর্কিত ধারণার গােড়াপত্তন করেন। এ ধারণা জনপ্রিয়তা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। Pareto এবং Mosca-এর পর এলিট বিষয়ক ধারণায় যারা সমধিক অবদান রাখেন তাদের মধ্যে Robert Michels, C Wright Mills, T.B Bottomore, Harold & Lasswell প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।
প্রামাণ্য সংজ্ঞাঃ এই সম্পর্কিত বিভিন্ন চিন্তাবিদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এলিটদের সংজ্ঞা নির্ধারণ করেছেন। নিম্নে এলিট সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলােঃ
T.B Bottomore-এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোনাে বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক রূপই হচ্ছে এলিট।”
Pareto তার সুবিখ্যাত The mind and society গ্রন্থে এলিটদের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “এলিট হচ্ছে এমন এক জনসমষ্টি যাদের নিজস্ব কর্মক্ষেত্রে সর্বাপেক্ষা অধিক দক্ষতা রয়েছে।”
Lanwell এর মতে- “সমাজে যারা প্রভাবশালী তারাই এলিট।”
C.W. Mills বলেন- “Who decide whatever is decided of major consequence” [C.W. Mills. The Power. Elite, P-20]
সুতরাং প্রত্যেক সমাজে বা রাজনৈতিক ব্যবস্থায় দুটি স্তর রয়েছে। এই দুই স্তরের মধ্যে যারা শাসনকাজ পরিচালনা করে তারাই এলিট সমাজ।
পরিশেষঃ উপযুক্ত আলােচনার মাধ্যমে খুব সহজে উন্নয়নশীল দেশে এলিট শ্রেণির ভূমিকা প্রকাশ পায়। উন্নয়নশীল দেশে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে এলিট শ্রেণির গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাদের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। তারা সুকৌশলে জনগণের অশিক্ষা-কুশিক্ষা ও কুসংস্কার ইত্যাদি দুর্বলতাকে মূলধন হিসেবে ব্যবহার করে। নিজেরা ক্ষমতা বৃদ্ধির প্রয়াস পায়। যদিও কৃষি, শিল্প ও সংস্কৃতিতে আধুনিকীকরণের জন্য তারা অত্যন্ত উপযােগী।
Leave a comment