অথবা, দুই কোরে দুই কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আধ তিল না দেখিলে যায় যে মরিয়া- এখানে বিচ্ছেদ বলতে কী বুঝানো হয়েছে? সংক্ষেপে আলোচনা কর

উত্তর : রাধা ও কৃষ্ণের সব অনুরাগের মিলন দিনের ছবি আঁকতে গিয়ে কবি বলেছেন যে, এমন প্রেম জগতে আর কোথাও – দেখা যায় না, শোনাও যায় না। তারা দুজনে যেন দুজনের প্রাণ। কিন্তু রাধা ও কৃষ্ণ দু’জনে দু’জনের সুমিষ্ট সান্নিধ্যে থেকেও যেন বিচ্ছেদের কথা ভেবে আকুল নয়নে কাঁদছে। তারা পরস্পর পরস্পরকে এক মুহূর্তের জন্য না দেখলে মৃত্যুমুখে পতিত হয়। জল ছাড়া যেমন মাছ কখনো বেঁচে থাকে না তেমনি রাধা ও কৃষ্ণ। তাদের প্রেম জগতে অমর। তারা জগতের অন্য সকলের মত নয়। তারা ভাসু-কমল, চাতক, কুসুম-ভ্রমরের মতো নয়। কবি চণ্ডীদাসের মতে রাধাকৃষ্ণের মতো এবং তাদের প্রেমের মতো ত্রিভুবনে কেহ নেই। এমনি অনুরাগ প্রগাঢ় তাদের প্রেমে বিদ্যমান।

এখানে রাধা ও কৃষ্ণের পারস্পরিক গভীর অনুরাগের কথাই বর্ণিত হয়েছে।