অপ্রতিসম কার্বন সম্বলিত কোন যৌগ ও এর দর্পণ প্রতিবিম্ব পরস্পর সমপাতিত না হলে এরূপ দুই ভিন্ন গঠনের যৌগ আলোক সক্রিয় হয়। তখন এরূপ দুই আলোক সক্রিয় সমানুকে এনানসিওমার বা এনানসিওমর্ফ বলে।

 এ প্রকারের আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলা হয়।