এনজিওগ্রাফি করার কারণগুলো হলো-

১. হৃদপিন্ডের বাইরের ধমনীতে ব্লকেজ হলে। 

২. ধমনী প্রসারিত হলে।

৩. কিডনিতে ধমনীর অবস্থা বোঝার জন্য। 

৪. শিরার কোন সমস্যা হলে এনজিওগ্রাফি করা হয়।