সংবাদদাতার মৌখিক বিবরণীর ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ কর্তৃক যে এফআইআর রুজু করা হয় তাকে মৌখিক FIR বলা হয়।
কোনাে কোনাে বিশেষ ক্ষেত্রে বাদী কর্তৃক প্রেরিত লিখিত দরখাস্তকে থানার অফিসার ইনচার্জ এফআইআর হিসেবে গণ্য করতে পারেন। কোনাে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতেও অভিযােগ বা নালিশি পিটিশন দাখিল করতে পারেন। এ ক্ষেত্রে আদালত অভিযােগটি সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক তদন্তপূর্বক বা সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার আদেশ দিতে পারেন। এ ধরনের এফআইআরকে লিখিত FIR বলা হয়। এ প্রসঙ্গে Guruswami Naidu v. Guruswami Naidu; AIR 1951 Mad 812 মামলায় বলা হয়েছে যদি কোন ব্যক্তি থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত অফিসারকে এ মর্মে খবর দেন যে, ঐ থানা এলাকার মধ্যে একটি গুরুতর অপরাধ অনুষ্ঠিত হয়েছে তবে এ খবরকে এজাহার বলে গণ্য করা উচিত।
কোন ধরনের সংবাদকে এফআইআর হিসেবে গণ্য করা যাবে না
পিআরবি প্রবিধান(Police Regulations Bengal)- ২৪৩ (ঘ, ঞ), এবং কার্যবিধি আইনের ১৫৪ ধারা অনুসারে নিম্নবর্ণিত সংবাদ এফআইআর হিসেবে গণ্য করা যাবে না। যেমন—
১. ডাকযােগে প্রেরিত পত্র;
২. এসএমএস;
৩. টেলিফোন/মােবাইল ফোনে প্রেরিত তথ্য;
৪. নাম, ঠিকানা ও স্বাক্ষরবিহীন আবেদন;
৫. ফ্যাক্ৰবার্তা;
৬. ই-মেইল;
৭. পত্রপত্রিকার রিপাের্ট;
৮. পিআরবি প্রবিধান ২৫৪ এ উল্লিখিত ক্ষেত্রসমূহ।
PLD 1960 Lahore 917 মামলায় বলা হয়েছে, টেলিগ্রাম বা টেলিফোনে প্রেরিত খবরকে এজাহার বলা যায় না।
First Information Report (FIR)এফআইআর নেয়ার পদ্ধতি [procedure to file FIR]
Leave a comment