এক গ্রাম কার্বনে কতটি পরমাণু আছে?



 

কার্বনের পারমাণবিক ভর 12.
12 গ্রাম কার্বন পরমাণু = 1 মোল কার্বন পরমাণু

1 মোল কার্বন পরমাণুতে পরমাণু বিদ্যমান 6.023×10²³ টি।

12g কার্বনে পরমাণু আছে 6.023×10²³ টি
 1g    ”          ” (6.023×10²³) ÷ 12  
                          = 5.01×10²² টি

অতএব 1 গ্রাম কার্বনে 5.01×10²² টি কার্বন পরমাণু আছে।