এক্সরের ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে বাঁচা যায়।
এক্সরে যাতে ক্ষতি করতে না পারে তাই রোগীকে নিম্নরূপ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়-
১. এক্স-রে নেওয়ার সময় রোগীকে সিসা নির্মিত এপ্রন দ্বারা যথাসম্ভব আচ্ছাদিত করতে হবে।
২. অতি প্রয়োজন না হলে গর্ভবতী মহিলাদের উপর এবং পেলভিক অঞ্চলে এক্সরে করা উচিত নয়।
Leave a comment