প্রশ্নঃ ‘একুইনাসের উত্তম সরকারের স্বরূপ’ আলােচনা কর। 


অথবা, ‘একুইনাসের উত্তম সরকারের স্বরূপ’ সংক্ষেপে লিখ। 

ভূমিকাঃ মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় যে কয়েকজন চিন্তাবিদ নিজেদের অবদানের কারণে স্মরণীয় হয়ে আছেন তার মধ্যে সেন্ট টমাস একুইনাস সর্বাপেক্ষা সফল দার্শনিক। সরকারের শ্রেণিবিভাগ রাষ্ট্রদর্শনে তার অনবদ্য সৃষ্টি। 

একুইনাসের উত্তম সরকারের স্বরূপঃ নিম্নে একুইনাসের উত্তম সরকারের স্বরূপ নিয়ে আলােচনা করা হলাে- 

সরকার সম্পর্কে একুইনাসের ধারণার সাদৃশ্য রয়েছে। তার মতে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকে জন্ম হয়েছে রাষ্ট্রের, আবার এ স্বাভাবিক প্রবৃত্তি সরকারের সৃষ্টির জন্য দায়ী। প্রজ্ঞা, নৈতিকতা ও ন্যায়বােধ সকলের সমান নয়, যাদের বেশি তারা এগুলােকে সকলের মধ্যে বিস্তৃত করে দেয়ার জন্য শাসনক্ষমতায় অধিষ্ঠিত থাকে এবং এভবে জন্ম দেয় সরকার। সেন্ট টমাস একুইনাস এরিস্টটলকে হুবহু অনুসরণ করে সরকারকে উত্তম বা ভালাে ও বিকৃত বা খারাপ এই দু’শ্রেণিতে ভাগ করেছেন। নিম্নে একুইনাসের সরকারের শ্রেণিবিভাগ উল্লেখ করা হলাে-

শাসকের সংখ্যা

উত্তম সরকার

বিকৃত সরকার

একজনের শাসন

রাজতন্ত্র

স্বৈরতন্ত্র

কয়েক জনের শাসন

অভিজাততন্ত্র 

ধনিকতন্ত্র 

বহুজনের শাসন 

মধ্যতন্ত্র

গণতন্ত্র

একুইনাস তার ‘On Kingship’ নামক গ্রন্থে সরকারের শ্রেণিবিভাগ নিয়ে আলােচনা করেছেন। 

একইনাস উত্তম ও বিকত উভয় প্রকার সরকারের গুণাগুণ বিচারের পর রাজতন্ত্রকে সবেচয়ে কাম্য সরকার বলে অভিহিত করেছেন। তার মতে, রাজতন্ত্রই সর্বাপেক্ষা উত্তম সরকার। তিনি মনে করেন যে, শাসকের একমাত্র কাজ হচ্ছে সমাজে শান্তি ও ঐক্য স্থাপন করা। এ কাজ সম্পাদন করার জন্য শাসিত জনগণের মতামত গ্রহণ করা মােটেই বুদ্ধিমানের কাজ নয়। যে শাসক ইচ্ছা প্রণােদিত হয়ে শাসিত জনগণের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, সেই সরকার বা শাসকই হবে উত্তম। 

একুইনাস রাজা ও তার উপদেষ্টা ও নির্বাচকদের মধ্যে ক্ষমতা বণ্টনের কথা বলেছেন। এ থেকে বুঝা যাচ্ছে যে, এরিস্টটলের মতাে তিনি মিশ্র প্রকৃতির সরকারকে উত্তম সরকার বলে অভিহিত করেছেন। একুইনাসের মতে, উত্তম সরকারকে অবশ্যই আইনগত সরকার হতে হবে এবং তার মতে, রাজতন্ত্রই আদর্শ সরকার। 

পরিশেষঃ পরিশেষে বলা যায়,একুইনাস সরকারের শ্রেণিবিভাগ করতে গিয়ে এরিস্টটলকে অনুসরণ করেছেন। তিনি যে উত্তম সরকারের কথা বলেছেন এর জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।