একমুখী বিক্রিয়া : যে বিক্রিয়া শুধু সামনের দিকে সংঘটিত হয় অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে ঘটে তাকে একমুখী বিক্রিয়া বলে।
যেমন :
H₂ + Cl₂ —–> 2HCl
H₂ + Cl₂ —–> 2HCl
এটি একটি একমুখী বিক্রিয়া। কারন বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে শুধু উৎপাদের দিকে সংঘটিত হয়েছে।
উভমুখী বিক্রিয়া : যে বিক্রিয়া একই সাথে সামনের দিকে ও পেছনের দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।
যেমন :
H₂ + I₂ <——> 2HI
H₂ + I₂ <——> 2HI
বিক্রিয়াটি সামনের দিকে ও পিছনের দিকে সংঘটিত হয়েছে। কাজেই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া।
Leave a comment