প্ৰশ্নঃ একটি আদর্শ মূসক ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী?

উত্তরঃ একটি আদর্শ মূসক ব্যবস্থার বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

ক) করযোগ্য পণ্য সরবরাহ ও সেবা প্রদানের প্রত্যেক পর্যায়ে অর্জিত মূল্য সংযোজনের (Added Value) উপর কর আরোপ ও আদায় করা হয় বিধায় মূসক একটি হিসাব ভিত্তিক এবং করের পৌনঃপুনিকতা মুক্ত ব্যবস্থা।

খ) একটি আদর্শ মূসক ব্যবস্থা প্রধানত এক হার বিশিষ্ট (single rated) হয়।

গ) করযোগ্য পণ্য বা সেবা সরবরাহের প্রতিটি স্তরে প্রকৃত মূল্য সংযোজনের উপর কর আদায় নিশ্চিতকল্পে এ কর ব্যবস্থায় ভিত্তিমূল্য হিসেবে ইনভয়েস ভিত্তিক বিনিময় মূল্য Transaction price তথা ন্যায্য বাজার মূল্যতে ব্যবহার করা হয়।

ঘ) এতে ট্যারিফ মূল্য বা সংকুচিত ভিত্তিমূল্যের কোন স্বীকৃতি নেই।

ঙ) এ করের ভার বা বোঝা চূড়ান্তভাবে ভোক্তা বহন করে বিধায় একে ভোক্তাকর ব্যবস্থা বলা হয়।

চ) এ কর ব্যবস্থায় ছোট ব্যবসায়ীদের করের আওতামুক্ত রাখা হয় অথবা টার্নওভার কর নামে অতি সামান্য কর হারের অধীন করা হয়।