“একটা দুষ্ট শনি কোথাও কোন্ আনাচে যেন লুকিয়ে আছে।”—এই দুষ্টু শনির পরিচয় দাও। / “জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়।” -সুভাষ মুখােপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের ‘গারাে পাহাড়ের নীচে’ রচনা অবলম্বনে উদ্ধৃতিটি বিশ্লেষণ করাে।