প্রশ্নঃ একজন দায়রা জজ অথবা দায়রা আদালত কখন একটি অপরাধের ‘কগনিজেন্স’ নিতে পারেন?

কখন একজন দায়রা জজ একটি অপরাধের ‘কগনিজেন্স’ নিতে পারেনঃ ফৌজদারী মামলা বিচারের ব্যাপারে দায়রা আদালতের প্রাথমিক এখতিয়ার নেই। ম্যাজিষ্ট্রেট আদালত প্রাথমিক . বিচারের পর গুরুতর অপরাধের বিচার করার জন্য ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারা মোতাবেক দায়রা আদালতে সোপর্দ করবেন। মামলাটি গ্রহণ করার পর এই কার্যবিধির ১৯৩ ধারা অনুযায়ী দায়রা আদালত মামলাটির উপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। ১৯৭৮ সালে এ সম্পর্কে এরূপ পরিবর্তন করা হয়েছে। যে আসামীকে পুলিশ নির্দোষ ঘোষণা করেছে প্রয়োজনবোধে দায়রা আদালত তাকেও সমন করতে পারেন।

সরকার সে মর্মে নির্দেশ দান করলে একজন অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজ ১৯৩ ধারায় একটি অপরাধের কগনিজেন্স নিতে পারেন এবং প্রাথমিক বিচার করতে পারেন।