স্থূল সংকেত দ্বারা কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির ক্ষুদ্রতম সরল অনুপাত প্রকাশ করে।
যেমনঃ বেনজিনের আণবিক সংকেত C₆H₆ . এখানে 6টি কার্বন পরমাণুর সঙ্গে 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে।
যেখানে কার্বন ও হাইড্রোজেনের অনুপাত 6:6 কিন্তু বেনজিনে কার্বন ও হাইড্রোজেনের ক্ষুদ্রতম সরল অনুপাত 1:1 যে কারনে বেনজিনের স্থুল সংকেত CH.
আবার অ্যাসিটিলিনের আণবিক সংকেত C₂H₂ এখানেও দুটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থেকে অনুপাত হয় 2:2 হবে। কিন্তু অ্যাসিটিলিনের কার্বন ও হাইড্রোজেনের ক্ষুদ্রতম সরল অনুপাত 1:1 অতএব অ্যাসিটিলিনের স্থূল সংকেত CH.
এখানে বেনজিন ও অ্যাসিটিলিন উভয়ের স্থূল সংকেত CH.
কাজেই বলা যায় একই স্থূল সংকেত একাধিক যোগের ক্ষেত্রে প্রযোজ্য।
Leave a comment