যে সকল প্রভাবক বিক্রিয়ার গতিকে হ্রাস করে তাদেরকে ঋনাত্বক প্রভাবক বলে। 

যেমনঃ হাইড্রোজেন-পার-অক্সাইডের বিয়োজন গতিকে ফসফরিক অ্যাসিড হ্রাস করে। 

2H₂O₂ —H₃PO₄—> 2H₂O + O₂

এজন্য ফসফোরিক এসিড(H₃PO₄) একটি ঋনাত্বক প্রভাবক।