অথবা, উৎপাদন কৌশল বা সংস্কৃতি কীভাবে সমাজ জীবনকে করে সংক্ষেপে লিখ।
ভূমিকাঃ সংস্কৃতি সভ্যতার বাহন। সমাজজীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলে সংস্কৃতি মানবজীবনের ভিত্তি রচনা করে। আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষসাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে। মানুষের দীর্ঘদিনের লালিত জীবনপ্রণালি সংস্কৃতির গতিকে সচল রেখেছে। সংস্কৃতির পথপরিক্রমার মধ্য দিয়ে সভ্যতা বিকাশ লাভ করে।
সমাজ জীবনের উৎপাদন কৌশল/সাংস্কৃতিক উপাদানের প্রভাবঃ নিম্নে সমাজ জীবনের উৎপাদন কৌশল/সাংস্কৃতিক উপাদানের প্রভাব আলােচনা করা হলাে-
(১) সংস্কৃতি নির্ভর আচার আচরণঃ সংস্কৃতির মাধ্যমে সমাজবদ্ধ মানুষ আচার ব্যবহারের এক নির্দিষ্ট পদ্ধতি বা ধারা লাভ করে। সমাজ জীবনে বাস্তবে বহু ও বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং অনেকক্ষেত্রে হয়ে থাকে। সুস্থ সমাজ জীবনের স্বার্থে এর সন্তোষজনক মােকাবেলা প্রয়ােজন।
(২) যথার্থ মানুষ তৈরিঃ সংস্কৃতি মানুষকে মানুষ হিসেবে গড়ে তােলে এবং যথার্থ সামাজিক জীবে পরিণত করে। সমাজ ও সংস্কৃতির পরিমণ্ডলের বাইরে যদি কোনাে ব্যক্তিকে রাখা হয়, তাহলে তার পক্ষে মানুষ হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব হয় না। সুস্থ সংস্কৃতির ধারা মানুষের মধ্যে একটা নৈতিক ভিত্তির বীজ বপন করে। যার ফলাফল সমাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়।
(৩) একাত্মতাবােধঃ যেকোনাে গােষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি ‘আমরা বােধ’ (we fceling) এর সৃষ্টি হয়। গােষ্ঠীর সদস্যের সবাইকে সমাজে বসবাস করতে গিয়ে প্রেম-প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হয়।
(৪) সামাজিক সংহতি সংরক্ষণঃ সুস্থ, সুন্দর এবং জীবনযাত্রাকে একটা ভালাে পরিবেশের মধ্যে টিকিয়ে রাখতে হলে সেই সমাজের সংহতি আশু প্রয়ােজন। সামাজিক সংহতি ছাড়া সমাজের কোনাে কাজ সুচারুভাবে সম্পন্ন হয় না।
(৫) আন্তর্জাতিক ঐক্য সৃষ্টিঃ সংস্কৃতি আন্তর্জাতিক ঐক্য ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে সাংস্কৃতিক বিনিময় বা আদান-প্রদানের মাধ্যমে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজ জীবনের ওপর সংস্কৃতি বিশেষ করে উৎপাদন কৌশলের প্রভাব খুব বেশি। কেননা, উৎপাদন কৌশলই সমাজ জীবনকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে এবং সমাজ পরিবর্তনে অন্যতম শক্তি হিসেবে কাজ করে। তাই বলা যায়, সমাজ জীবনে উৎপাদন কৌশল তথা সংস্কৃতির প্রভাব অপরিসীম।
Leave a comment