উলফ বোতলঃ এটি একটি কাচের মোটা বোতল যার দুটি মুখ আছে।

গ্যাস প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয়। 

আবিষ্কারকের নাম অনুসারে এই বোতলের নাম উলফ বোতল রাখা হয়েছে।

উলফ বোতল তৈরি:

প্রজেক্টের নামঃ উলফ বোতল তৈরি এবং হাইড্রোজেন গ্যাস প্রস্তুতে বায়ুরোধী পরীক্ষা।
উপকরণঃ
একটি প্লাষ্টিক বোতল, স্যালাইনের নল ও ছিদ্র করার জন্য পেরেক।
প্রস্তুত প্রণালীঃ
প্লাষ্টিকের বোতলের মুখে ছোট ছোট দুটি ছিদ্র করি। একটি ছিদ্রে স্যালাইনের নলের মোটা অংশসহ নল বোতলের তলাদেশ পর্যন্ত যুক্ত করি এবং অপর ছিদ্র দিয়ে নলের এক প্রান্ত বোতলের মুখ থেকে সামান্য ভিতরে প্রবেশ করায়। বোতলের চার ভাগের একভাগ পানি দিয়ে পূর্ণ করি। অপর প্রান্ত দিয়ে আস্তে আস্তে ফু দিয়ে লক্ষ্য করতে হবে বাতাস যাচ্ছে কিনা? যদি বাতাস প্রবেশ করে তাহলে বুঝব বায়ু রোধী হয় নাই। যদি বাতাস প্রবেশ না করে তাহলে বুঝব বায়ুরোধী হয়েছে।
মোট ব্যয়ঃ বিনা মূল্যে
পাঠ্য বইঃ ৭ম শ্রেণী, সাবিঃ, অধ্যায় – হাইড্রোজেন