যেমনঃ বেরিলিয়াম অক্সাইড (BeO), অ্যালুমিনিয়াম অক্সাইড (Al₂O₃), জিংক অক্সাইড (ZnO), লেড অক্সাইড (PbO₂),স্টেনিক অক্সাইড
(SnO₂) এরা উভয় ধর্মী অক্সাইড। কারণ এরা এসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।
Al₂O₃ + 6HCl ——-> 2AlCl₃ + 3H₂O
BeO + 2HCl ——–> BeCl₂ + H₂O
ZnO + 2HCl ——–> ZnCl₂ + H₂O
PbO₂ + 4HCl ——–> PbCl₄ + 2H₂O
SnO₂ + 4HCl ——–> SnCl₄ + 2H₂O
SnO₂ + NaOH ——> Na₂SnO₃ + H₂O
Leave a comment