প্রশ্নঃ উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা আলােচনা কর।

অথবা, তৃতীয় বিশ্বে আমলাতন্ত্র অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা পালন করে, আলােচনা কর।

ভূমিকাঃ আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসেস ধারণা একটি সর্বজনীন ধারণা। বিশ্বের প্রায় সকল সরকার ব্যবস্থাই কোনাে না কোনােরকম আমলাতান্ত্রিক ব্যবস্থা। এটি সর্বস্থানে এবং সর্বকালেই বহুল আলােচিত বিষয়। সুতরাং আমলাতন্ত্রের ধারণা একটি মৌলিক গুরুত্বপূর্ণ ধারণা এবং যা ব্যাপক আলােচনার দাবিদার। পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। কোন কিছু স্থির নয়। বিজ্ঞানের এই সূত্রের সত্যতা সমাজবিজ্ঞানের বিকাশেও বিস্ময় সৃষ্টি করেছে।

উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকাঃ আমলাতন্ত্র উন্নয়নশীল দেশে যেসকল ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে তা নিম্নে আলােচনা করা হলােঃ

(১)সামাজিক পরিবর্তনে আমলাতন্ত্রঃ একটি দেশের সামাজিক অবস্থা যেসব কারণে পরিবর্তিত হয়। সাধারণত আমলাতন্ত্র তাদের নিয়ন্ত্রণ করে। যেমনঃ শিক্ষা, শিল্প, ভূমি প্রশাসন ও উৎপাদন ব্যবস্থা। আবার সরকার ব্যবস্থার স্থায়িত্বও নির্ভর করে এ সকল সামাজিক অবস্থার ওপর।

(২) শাসন কাঠামাে সচল রাখায় আমলাতন্ত্রঃ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় একটা নির্দিষ্ট সময় অথবা তার পূর্বেই সরকারের পরিবর্তন ঘটে থাকে। শাসকের পরিবর্তন হলেও শাসনকার্য থেমে থাকে না।

(৩) বিচার বিভাগের কার্যাবলিতেঃ আধুনিক কালে সরকারের বিচার বিভাগের কার্যাবলি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আমলাতন্ত্র কিছু কিছু বিচারসংক্রান্ত কার্যাবলিও সম্পাদন করে থাকে। পৃথিবীর অনেক রাষ্ট্রেই এমন বিশেষ কিছু বিবাদ মীমাংসা আদালতের পরিবর্তে প্রশাসনিক সংস্থাসমূহের মাধ্যমে করা হয়।

(8) প্রশাসনিক কার্যক্রমেঃ আধুনিক শাসনব্যবস্থা বিশেষভাবে জটিল ও কঠিন। আমলারা সুদীর্ঘকাল যাবত একই ধরনের দায়িত্বে নিয়ােজিত থাকে বিধায় তারা প্রশাসনিক কাজে সরকারের মন্ত্রিসভার সদস্যদের চেয়ে বেশি অভিজ্ঞতাসম্পন্ন।

(৫) আইন প্রণয়নেঃ বিশ্বের অধিকাংশ দেশে বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের দেশগুলােতে আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ না থাকায় আমলাতন্ত্র আইন প্রণয়নের ব্যাপারে সরকারকে সহায়তা করে।

(৬) অর্থনীতি উন্নয়নেঃ অর্থনৈতিক অগ্রগতি ছাড়া একটা দেশের রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও কাজের বাস্তবায়ন, বৈদেশিক বাণিজ্য, বিনিময় চুক্তি ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমলাতন্ত্র দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারে।

(৭) রাজনৈতিক উন্নয়নেঃ আমলাতন্ত্রকে রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণের বাহন বলা হয়। আধুনিকীকরণের পথে এগিয়ে চলার জন্য যেসকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন সেগুলাে সম্পর্কে আমলাগণ অভিজ্ঞ।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, উন্নয়নশীল দেশগুলাের সামগ্রিক উন্নয়নে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ধারায় মানুষের কাজের পরিধিও বিস্তৃত হচ্ছে। ফলে সরকারের কাজের পরিধিও ব্যাপক আকার ধারণ করে জটিল হয়ে ওঠছে।