উদ্দিষ্ট ব্যক্তি: কর্তার সিং দুগগাল-এর লেখা ‘অলৌকিক’ গল্পের উল্লিখিত অংশে উনি বলতে বলী কান্ধারীর কথা বলা হয়েছে।


হতভম্ব হওয়ার কারণ: হাসান আব্দালের জঙ্গলে গুরুনানকের সঙ্গে পরিক্রমারত মর্দানা তৃয়ার্ত হয়ে পড়লে নানকের কথামতাে পাহাড় চুড়ােয় বলী কান্ধারীর কাছে যায় জল প্রার্থনা করতে। কিন্তু নানকের শিষ্য হওয়ার কারণে মর্দানা তাকে জল না দিয়ে তাড়িয়ে দেন। একাদিক্রমে তিনবার একই ঘটনা ঘটে। শেষবার ফিরে এসে মর্দানা মৃতপ্রায় অবস্থায় নানকের পায়ের কাছে প্রায় মূৰ্ছিত হয়ে পড়ে। নানক তাঁর প্রিয় শিষ্যকে সামনের পাথরটা তুলতে বলেন। আর তা তােলার সঙ্গে সঙ্গেই যেখান থেকে বেরিয়ে আসে জলের ঝরনা। চারদিক জলে পরিপূর্ণ হয়ে যায়। মর্দানার তৃয়া নিবারিত হয়। সেই সময়েই পাহাড় চুড়ােয় বলী কান্ধারীর জলের প্রয়ােজন হয়। কিন্তু তিনি দেখেন তাঁর কুয়ােয় সামান্যমাত্র জলও নেই। এদিকে নীচে জলস্রোত বয়ে যাচ্ছে। এই ঘঠনাতেই বলী কান্ধারী হতভম্ব হয়ে যান।


মার সঙ্গে তর্ক শুরু করি। -কে মা-এর সঙ্গে তর্ক শুরু করেন? তর্কের বিষয়ই বা কী ছিল? 


মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শােনালেন, -ঘটনাটি উল্লেখ করাে। এতে বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল? 


ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানাে গেল, পাথরের চাই থামানাে যাবে না কেন?— কে, কখন, কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলােচনা করাে। 


ঠিক হল, ট্রেনটা থামানাে হবে।—কোন্ ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কীভাবে থামানাে হয়েছিল? 


ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানাে গেল, পাথরের চাই থামানাে যাবে না কেন?—ট্রেন থামানাের দরকার হয়েছিল কেন? ট্রেন কীভাবে থামানাে হয়েছিল? 


চোখের জলটা তাদের জন্য।-বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখাে। 


অলৌকিক গল্পের মূল বক্তব্য সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, অলৌকিক গল্পে অলৌকিক বলতে গল্পকার কী বুঝিয়েছেন? 


অলৌকিক গল্পটি ছােটোগল্প হিসেবে কতটা সার্থক তা নিজের ভাষায় আলােচনা করাে। 


গল্পটা মনে পড়লেই হাসি পেত।- কোন্ গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল? 


গল্পটা আমাদের স্কুলে শােনানাে হল। -গল্পটা কী? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? 


অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানাের ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কীভাবে সেই ঘটনা তাঁর কাছে বিশ্বাসযােগ্য হয়ে উঠল? 


অবাক-বিহবল বসে আছি, মুখে কথা নেই।—মুখে কথা নেই কেন? 

Bangla সব প্রশ্ন উত্তর (দ্বাদশ শ্রেণীর)