উদ্ভিদ কিভাবে নাইট্রোজেন গ্রহণ করে। 

নাইট্রোজেন উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান গুলির মধ্যে একটি। 

উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা নাইট্রোজেনের উৎস হিসাবে মাটিতে ইউরিয়া সার প্রয়োগ করি। ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। ইউরিয়া সার মাটিতে নাইট্রেট লবণ গঠন করে। প্রথমে ইউরিয়া মাটির পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গঠন করে। পরে মাটিতে থাকা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া জারিত হয়ে HNO₃ এ পরিনত হয়। 

NH₂-CO-NH₂ + H₂O —-> 2NH₃ + CO₂

NH₃ —–> HNO₃  

এছাড়াও বায়ুমন্ডলের নাইট্রোজেন বিদ্যুৎক্ষরণ ও বৃষ্টির পানির মাধ্যমে নাইট্রিক অ্যাসিডরূপে (HNO₃) ভূপৃষ্ঠে পতিত হয়। উৎপন্ন নাইট্রিক অ্যাসিড মাটির ক্ষারীয় পদার্থ চুন বা চুনাপাথরের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবণীয় নাইট্রেট লবন উৎপন্ন করে মাটিতে মিশে যায়। এসব নাইট্রেট লবন উদ্ভিদ শিকড়ের মাধ্যমে খনিজ লবণ হিসেবে পানির সাথে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই নাইট্রোজেন উদ্ভিদ অ্যামাইনো এসিডে রূপান্তর করে।

N₂ + O₂ —–> 2NO

2NO + O₂ —> 2NO₂

4NO₂ + 2H₂O + O₂ —-> 4HNO₃

CaO + 2HNO₃ —-> Ca(NO₃)₂ + H₂O

MgO + 2HNO₃ —-> Mg(NO₃)₂ + H₂O