প্রশ্নঃ উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ বলতে কী বুঝ?

অথবা, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ কী?

ভূমিকাঃ উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ জগতের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত একটি অতিপরিচিত মতবাদ। বিবর্তনের পেছনে যে একটি বিশেষ উদ্দেশ্য বা পরিণতি রয়েছে তার ওপর গুরুত্বারােপ করে এ মতবাদ প্রণীত বলেই এটি উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ নামে সর্বাধিক পরিচিত।

প্রাচীন যুগে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদঃ দর্শনে জগৎ সম্পর্কে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা নতুন নয়। প্রাচীন গ্রিক দার্শনিকদের অনেকেই জগৎকে উদ্দেশ্য বা পরিণতির সাহায্যে ব্যাখ্যা করেন। বলা হয় যে, এনাক্সাগােরাসই সর্বপ্রথম জগতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেন। জগতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা আরাে স্পষ্টভাবে প্রকাশিত হয় সক্রেটিসের হাতে। তিনি জগৎ সৃষ্টির পেছনে একজন বুদ্ধিমান কর্তার সন্ধান পান। তবে গ্রিক দার্শনিকদের মধ্যে এরিস্টটলই যুক্তিসঙ্গতভাবে জগতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেন।

আধুনিক যুগে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদঃ আধুনিক যুগে যেসব দার্শনিক পরােক্ষভাবে জগতের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেন, তাদের মধ্যে ব্রুনাে, লাইবনিজ, ফিখটে, হেগেল, মার্টিনিউ প্রধান উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের সমর্থকগণ মনে করেন, এ জগৎ এক অন্ধ ও নিছক যান্ত্রিক বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়নি। এর পেছনে কোন এক সচেতন সত্তার উদ্দেশ্য বা পরিকল্পনা রয়েছে। তারা উদ্দেশ্যমূলক বিবর্তনের পক্ষে যুক্তি দেখান, যে বিবর্তনের মাধ্যমে এ জগৎসৃষ্টি হয়েছে তার পেছনে নিশ্চয়ই কোন কারণ রয়েছে। আর তা হলাে উদ্দেশ্যসাধন। এই উদ্দেশ্যসাধনের জন্যই বিবর্তনের মাধ্যমে জগৎ ও এর অন্তর্ভুক্ত প্রাণী ও পদার্থের সৃষ্টি উদ্দেশ্যমূলক দার্শনিকরা বিবর্তন প্রক্রিয়াকে উদ্দেশ্যমুখী বলে স্বীকার করলেও উদ্দেশ্যের স্বরূপ সম্পর্কে দুটি ভিন্ন মত পােষণ করেন। কারাে মতে উদ্দেশ্যবাদ বাহ্য এবং কারাে মতে উদ্দেশ্যবাদ আন্তর। সুতরাং আমরা দু ধরনের উদ্দেশ্যবাদ পাই- বাহ্য এবং আন্তর।

বাহ্য উদ্দেশ্যবাদঃ এ মতানুসারে, জগতের উদ্দেশ্য জগতের বাইরে অবস্থিত। নিজের কোন উদ্দেশ্য না থাকায় জগৎ স্রষ্টার উদ্দেশ্য সাধন করছে। স্রষ্টার উদ্দেশ্যসাধনের জন্যই সৃষ্টির বিভিন্ন বস্তুর মধ্যে পরিবর্তন সাধিত হয়। কাজেই দেখা যাচ্ছে যে, বাহ্য পরিণতিবাদের অতিবর্তী উদ্দেশ্যই বিবর্তন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

আন্তর পরিণতিবাদঃ এ মতানুসারে জগতের উদ্দেশ্য জগতের মধ্যেই নিহিত। এই জগৎ এক চৈতন্যময় পরমসত্তার প্রকাশ। এই চৈতন্যময় সত্তাই জগতের যাবতীয় বস্তু, জীব ও মনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে ও সমগ্র জগতের মধ্যে ঐক্য বিধান করছে। জগতের মধ্যে কোন আকস্মিকতা নেই, অংশ সমগ্রের মধ্যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করছে।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ জগতের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত একটি অতি পরিচিত মতবাদ। বিবর্তনের পেছনে যে একটি বিশেষ উদ্দেশ্য বা পরিণতি রয়েছে তার ওপর গুরুত্বারােপ করে এ মতবাদ প্রণীত বলেই এটি উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ নামে সর্বাধিক পরিচিত।