প্রশ্নঃ উত্তম ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো কী কী? ২০০৮ সালের ট্রেডমার্ক আইন অনুয়ায়ী ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি আলোচনা কর।
What are the characteristics of a good trademark? Discuss the procedure for registration of a trademark under the Trademark Act, 2008
ট্রেডমার্কঃ একটি উত্তম ট্রেডমার্কের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার উল্লেখযোগ্য স্বতন্ত্রতা থাকতে হবে এবং অনুরূপ পণ্যের অন্য ট্রেডমার্কের সাথে বিভ্রান্তিমূলক সাদৃশ্য থাকবে না। এগুলো ছাড়াও নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকলে ভালো হয়-
১. মার্কটি যদি শব্দ হয় তাহলে সেই শব্দটি সহজেই উচ্চারণযোগ্য ও মনে রাখার মতো হতে হবে।
২. ডিভাইস বা মেকানিক্যল কৌশল হলে তা একটি শব্দ দ্বারা বর্ণনাযোগ্য হতে হবে।
৩. ইহা যেন সহজ়েও শুদ্ধভাবে বানান করা যায় এবং স্পষ্টভাবে লেখা যায়৷
৪. ইহা বর্ণনামূলক হবে না তবে পণ্যের গুণাগুণ সম্পর্কে ইঙ্গিতবাহক হতে পারে।
৫. এটি সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়।
৬. এটি দৃষ্টিনন্দন ও শ্রুতিমধুর হওয়া প্রয়োজন।
৭. ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের জন্য যে সকল শর্তাবলি আছে সেগুলো পূরণ করার মতো উপাদান থাকতে হবে।
এখানে উল্লেখযোগ্য যে, ট্রেড উৎস জ্ঞাপনের উদ্দেশ্যে পণ্যের সাথে অতিরিক্ত কিছু যুক্ত করাই হচ্ছে ট্রেডমার্ক। যে নকশাটি পণ্যের অংশবিশেষ তা ট্রেডমার্ক হতে পারে না। তবে স্বাতন্ত্র্য বহন করে এরূপ কোনো রঙের সমন্বয় কিংবা রঙিন করার কোনো প্রচেষ্টা ট্রেডমার্ক হিসেবে গণ্য হতে পারে। ত্রিমাত্রিক কোনো পাত্র একটি ট্রেডমার্ক হতে পারে না। কিন্তু পাত্রের দ্বিমাত্রিক আঁকা ছবি ট্রেডমার্ক হতে পারে। পণ্য কেনার সময়ে ক্রেতা যেন সহজে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে।
ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতিঃ ট্রেডমার্ক আইন, ২০০৯ এর তৃতীয় অধ্যায়ে ১৫ হতে ২২ ধারায় নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো ব্যক্তি কোনো ট্রেডমার্ক নিবন্ধন করতে চাইলে নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধনের নিকট তাকে লিখিতভাবে আবেদন করতে হবে। (ধারা-১৫)। নিবন্ধক উক্ত আবেদন সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেন কিংবা যুক্তিসংগত কারণ লিপিবদ্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন বা শর্তসাপেক্ষে গ্রহণ করতে পারেন। আবেদনটি গৃহীত হলে নিবন্ধক নির্ধারিত পদ্ধতিতে বিজ্ঞপ্তি জারি করবেন (ধারা-১৭) ব্যতিক্রমধর্মী কোনো কারণে আবেদনটি গৃহীত হবার পূর্বেই বিজ্ঞপ্তি জারি করা সমীচীন মনে করলে নিবন্ধক তা করতে পারেন। বিজ্ঞপ্তি জারি হবার ২ মাসের মধ্যে কার কোনো আপত্তি থাকলে নির্ধারিত ফিস প্রদর্শনপূর্বক এর বিরোধিতা করে লিখিত নোটিস দিতে পারবেন (ধারা –১৮)। এরূপ নোটিস পাবার ১ মাসের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে এর একটি কপি আবেদনকারীকে দিবেন এবং এটা পাবার ২ মাসের মধ্যে আবেদনকারী নির্ধারিত পদ্ধতিতে তার আবেদনের ভিত্তি উল্লেখ করে একটা পাল্টা বিবৃতি নিবন্ধকের নিকট জমা দিবেন। এই পাল্টা বিবৃতি পাবার পর নিবন্ধক ১ মাসের মধ্যে এর একটি কপি বিরোধিতার নোটিস প্রদানকারীর নিকট নির্ধারিত পদ্ধতিতে প্রদান করবেন। নিবন্ধক উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে তাদের বক্তব্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি শর্তহীনভাবে বা শর্তসাপেক্ষে নিবন্ধনের অনুমতি দিতে পারেন। অতঃপর নিবন্ধক বহিতে লিপিবদ্ধ করবেন এবং নির্ধারিত ফরমে টেড্রমার্কস রেজিস্ট্রির সিলমোহর সংবলিত একটি নিবন্ধন সনদ প্রদান করবেন। ট্রেডমার্ক আবেদনের তারিখ হতে এটা কার্যকর হবে এবং এর মেয়াদ থাকবে ৭ বছর (ধারা ২২)। মেয়াদ অতিক্রান্তের তারিখ হতে ১০ বছরের জন্য নবায়ন করা যাবে। নিবন্ধন বাতিল করা না হলে পরবর্তী ১০ বছরের জন্য পুনরায় নবায়ন করা যাবে এবং এভাবেই চলতে থাকবে।
২০ (৩) ধারা মোতাবেক ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন দাখিলের তারিখ হতে ১ বছরের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে।
Leave a comment