Conducts of Ethics of Lawyers in bd with pdf


১৯৭২ সালের Bangladesh bar council Kanoon of professional conduct and Etiquette এর অধ্যায়-১ অনুযায়ী অ্যাডভোকেট বা আইনজীবীদের আচরনবিধি বর্ণিত রয়েছে। নিচে আমরা তা তুলে ধরার চেষ্টা করছি-

১. প্রত্যেক অ্যাডভোকেটের  নিজের আইন পেশা এবং একই সাথে উক্ত পেশার অর্ন্তগত একজন সদস্য হিসেবে  তাঁর নিজেরএবং তাঁর সহকর্মীর মর্যাদা সমুন্নত রাখা। [বিধি-১]

২. কোনো আইনজীবী পেশাগতভাবে নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞাপন না দেওয়া অর্থাৎ তাঁর  আইনপেশাকে প্রচার করা উচিত না। তবে সাধারণ পেশাগত কার্ড ছাপানো বা ব্যবহার, নামফলক, প্রচলিত ডাইরেক্টরি ইত্যাদি নিষিদ্ধ নয়।[বিধি-২]

৩. একজন অ্যাডভোকেট তাঁর পেশাগত নিযুক্তি কিংবা পেশাগত কাজ বা নিয়োগ পাওয়ার জন্য অসাধু উপায়ে কোনো কাউকে কোন পারিশ্রমিক দিবে না বা অনুমোদনহীন কোন ব্যক্তির সঙ্গে পেশাগত অর্থ বন্টন করবেন নাএখন এরূপ কোন ব্যক্তিকে আইন পেশা পরিচালনায় কোনরূপ সহযোগিতা করবেন না। [বিধি-৩]

৪. কোনো আইনজীবী প্রতিপক্ষের প্রতিনিধিত্বকারী আইনজীবীর অনুপস্থিতিতে বা তাঁর সম্মতি ছাড়া কোন বিরোধপূর্ণ বিষয়ের তথ্য প্রতিপক্ষের নিকট প্রকাশ করবেন না কিংবা তাঁর মক্কেলের সাথে বিরোধপূর্ণ বিষয়ে আলোচনা বিরত থাকবেন।[বিধি-৪]

৫. প্রতিপক্ষের আইনজীবীর অনুপুস্থিতিতে বা তাঁকে কপি সরবরাহ না  করেকিংবা উন্মুক্ত আদালত ছাড়া বিরোধপূর্ণ বিষয়ে কোন বিচারক কিংবা জুডিশিয়াল কর্মকর্তার সাথে যোগাযোগ অথবা যুক্তিতর্ক বা লিখিত বক্তব্য পেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে এই বিধি কোন একতরফা বিচারাধীন বিষয়ে এবং  সংশ্লিষ্ট আদালতের জজ ও জুডিশিয়াল কর্মকর্তার নিকট বিচারাধীন নয়- এমন ক্ষেত্রে প্রযোজ্য হবে না।[বিধি-৫]

৬. যদি কোন অতিরিক্ত বা একাধিক আইনজীবীর সহায়তা প্রার্থনা করেন, তবে তা মক্কেলের নিযুক্ত আইনজীবীর প্রতি অনাস্থা হিসেবে বিবেচনা করা উচিত নয়। এরূপ ক্ষেত্রে বিষয়টি মক্কেলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া উচিত। প্রথমে নিযুক্ত আইনজীবী পাওনা পরিশোধ করা না হলে পরবর্তী সময়ে অন্য কোন আইনজীবীর  উক্ত মক্কেলের সাথে  জড়িত হওয়া সমীচীন নয়।[বিধি-৬]

৭.  আইনজীবীগণ  মামলা মোকদ্দমা করেন না এগুলো যেহেতু মক্কেল গ্রহণ করে থাকেন তাই নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনজীবীগণের মধ্যে পারস্পরিক সাহায্য-সহযোগিতা,সহমর্মিতা,সম্মান বজায় রাখার কথা বলা হয়েছে।[বিধি-৭]

৮. আইনি সেবা প্রদানের জন্য ফি আইনজীবীগণের মধ্যে তাঁদের সম্মতি ছাড়া কোনভাবে অপর কোন ব্যক্তির সাথে ভাগ-বাটোয়ারা অর্থাৎ ভাগাভাগি করা যাবে না। কিন্তু আইনজীবীগণের মধ্যে কর্তব্য কর্ম বন্টনের ভিত্তিতে সম্পাদিত চুক্তি অনুযায়ী আইনি সেবার প্রাপ্ত  ফি আইনজীবীদের মধ্যে ভাগাভাগি করা যাবে।[বিধি-৮]

৯. অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের অগ্রপদাধিকার পদ বাংলাদেশ সংবিধান কর্তৃক স্বীকৃত। তাই অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল  ব্যতিরেকে অন্যান্যদের ক্ষেত্রে বার কাউন্সিল কর্তৃক সংরক্ষিত আইনজীবী নিবন্ধন তালিকার ক্রমানুসারে অগ্রপদাধিকার(The order of precedence) নির্ধারিত হবে এবং উক্ত পদাধিকারের বিধান সমুন্নত রাখা বা মেনে চলা প্রত্যেক আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য।[বিধি-৯]

১০.জুনিয়র ও নবীন আইনজীবীগণকে সর্বদা সিনিয়র বা  বয়োজ্যেষ্ঠ আইনজীবিদের প্রতিশ্রদ্ধাশীল  থাকতে হবে। অন্যদিকে সিনিয়র আইনজীবীগণও জুনিয়র বা নবীন আইনজীবীদের প্রতি সদয় হবেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করবেন। [বিধি-১০]

১১.যদি কোনো মামলায় একই পক্ষে একাধিক আইনজীবী নিযুক্ত হয়ে থাকেন, তবে সিনিয়র/জ্যৈষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করবেন এবং  কনিষ্ঠ আইনজীবী তাঁকে সহযোগিতা করবেন।[বিধি-১১]

_____________

উৎস: https://www.barcouncil.gov.bd/

#বাংলাদেশ_বার_কাউন্সিল

ডাউনলোড করুন: আইনজীবীগণের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালার [আইনজীবীদের আচরনবিধি] pdf