যুগ সন্ধিক্ষণের কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের কাব্যাকাশে তিনি একক কবি হিসেবে প্রাধান্য বিস্তার করেছিলেন। তার প্রতিভা ছিল প্রবল, ছিল না উচ্চ শিক্ষা। যে কারণে তিনি ছিলেন দোদুল্যমান। কখনও এতটুকু আধুনিক চিন্তা করলেও আবার তিনি পিছিয়ে এসেছেন। তাঁর মাঝে যেমন স্ববিরোধিতা আছে, তেমনি আছে মধ্য আধুনিক যুগের মিশ্র বৈশিষ্ট্য। যুগ সন্ধিক্ষণে যেমন থাকে মিশ্র বৈশিষ্ট্য সেই মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে। যে কারণে তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়েছে।
বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে “দৈনিক সংবাদ প্রভাকর”। এটিকে যখন ১৯৩১ সালে প্রথম প্রকাশ করা হয় তখন এটি ছিল সাপ্তাহিক। পরে এটি সপ্তাহে দুবার প্রকাশিত হয়। পত্রিকাটিকে ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় রূপান্তরিত করা হয়। এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
Leave a comment