ইস্পাত হচ্ছে লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ(Mn), ক্রোমিয়াম(Cr) ও নিকেলের(Ni) তৈরি সংকর ধাতু।

ব্যবহারঃ

১. রেললাইন ও রেল ইঞ্জিন তৈরিতে ব্যবহার করা হয়।

২. সমরাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

৩. অস্ত্রোপাচার যন্ত্রপাতি তৈরি করতে ইস্পাত ব্যবহার করা হয়।