ইলেকট্রনঃ  পরমাণুতে নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট শক্তিস্তরে ঋণাত্মক আধান যুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে ইলেকট্রন বলে।

একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1837 গুন কম।

ইলেকট্রনের আধান = – 1.60 x 10 – ¹⁹ কুলম্ব 

বা, – 1.60 x10 – ²º emu  

বা,  4.8×10 – ¹º esu
ইলেকট্রনের ভর = 9.11 x 10 – ²⁸ g
ইলেকট্রন এর প্রতীক = e-
ইলেকট্রনের আপেক্ষিক আধান = – 1

প্রোটনঃ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে প্রোটন বলে।
প্রোটনের আধান = + 1.60 x 10 – ¹⁹ কুলম্ব 

বা,   1.60 x10 – ²º emu  

বা,  4.8×10 – ¹º esu
 প্রোটনের ভর = 1.67 x 10 – ²⁴ g
 প্রোটনের প্রতিক = p
 প্রোটনের আপেক্ষিক আধান = + 1

নিউটনঃ  পরমাণুর নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ স্থায়ী মূল কণিকাকে নিউটন বলে।
 নিউটনের আধান = 0
 নিউট্রনের ভর = 1.675 x 10 – ²⁴ g
 নিউটনের প্রতীক = n
 আপেক্ষিক আধান = 0