ইয়ং বেঙ্গল গোষ্ঠী হচ্ছে এমন এক যুব সম্প্রদায় যারা ছিল প্রগতিশীল চিন্তুার অধিকারী। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর গুরু ছিলেন ডিরোজিও। তার সকল শিষ্য বা যুব সম্প্রদায় ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট ছিলেন। যারা অনর্গল ইংরেজি ও বাংলা ভাষায় চমৎকার বক্তৃতা দিতে পারতেন। ইয়ং বেঙ্গলের স্লোগান ছিল-
“আস্তিকতা হোক অথবা নাস্তিকতা হোক পূর্ব থেকে তা গ্রহণ না করা; নানা যুক্তি তর্কের মাধ্যমে তা গ্রহণ বা বর্জন করা যেতে পারে।”
ইয়ং বেঙ্গল গোষ্ঠীর শিষ্যরা নিষিদ্ধ মাংস ভক্ষণ করেছেন। মদ পান করেছেন এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। তারপরও তারাই সমাজে সবচেয়ে জনকল্যাণমূলক কাজ করেছে। ১৮৩০ সালে ইয়ং বেঙ্গল গোষ্ঠী প্রকাশ্যে আত্মপ্রকাশ করলেও ১৮৩১ সালে ডিরোজিও মারা গেলে এই সংগঠন ভেঙে যায়।
গীতি কবিতা, বিহারীলাল চক্রবর্তী ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
Leave a comment