প্রশ্নঃ 
পথাধিকার কাকে বলে? ইজমেন্ট ও লাইসেন্সের পার্থক্য কি?

ভূমিকাঃ ইজমেন্ট এক ধরনের অধিকার। কখনো কখনো কোন ব্যক্তি তার জমির সুবিধা ভোগ করার জন্য অন্যের জমি ব্যবহারের প্রয়োজন হতে পারে বা অন্যের জমিতে কোন কাজ করার প্রয়োজন হতে পারে। এই ধরনের অধিকার হলো ইজমেন্ট।

ইজমেন্ট (Easement) বা পথাধিকার বা যাতায়াতের অধিকার কাকে বলেঃ ১৮৮২ সালের পথাধিকার আইনের ৪ ধারা অনুযায়ী-

কোন জমির মালিক বা দখলদার তার জমির সুবিধা ভোগ করার জন্য অন্য ব্যক্তির জমির উপর কিছু করতে বা নিবৃত করতে পারার অধিকারকে ইজমেন্ট বা পথাধিকার বা যাতায়াতের অধিকার বলে।

অন্যভাবে বলা যায়, কোন ব্যক্তি তার কোন সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ-দখলের সুবিধার্থে অন্য ব্যক্তির সম্পত্তির উপর যে অধিকার অর্জন করেন তাকে ইজমেন্ট বা পথাধিকার বা যাতায়াতের অধিকার বলে। যেমনঃ পথ চলাচলের অধিকার, আলো পাওয়ার অধিকার, বাতাস পাওয়ার অধিকার, পানি পাওয়ার অধিকার ইত্যাদি।

ইজমেন্ট ও লাইসেন্সের পার্থক্য কিঃ নিম্নে ইজমেন্ট ও লাইসেন্সের পার্থক্য উল্লেখ করা হলো-

পার্থক্যের বিষয়

ইজমেন্ট 

লাইসেন্স (অনুমতি পত্র)

(১) সংজ্ঞাগত পার্থক্য 

কোন ব্যক্তি তার কোন সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ-দখলের সুবিধার্থে অন্য ব্যক্তির সম্পত্তির উপর যে অধিকার অর্জন করেন তাকে ইজমেন্ট বা পথাধিকার বা যাতায়াতের অধিকার বলে।

যদি কোন ব্যক্তি তার স্থাবর সম্পত্তিতে অন্য ব্যক্তিদেরকে কোন কাজ করার অধিকার প্রদান করে যা উক্ত অধিকারের অবর্তমানে অবৈধ হতো তাকে লাইসেন্স বা অনুমতি পত্র বলে।

(২) প্রতিশব্দগত পার্থক্য

ইজমেন্ট এর ইংরেজি প্রতিশব্দ- Easement.

লাইসেন্স এর ইংরেজি প্রতিশব্দ Licence.

(৩) ধারাগত পার্থক্য

১৮৮২ সালের পথাধিকার আইনের ৪ ধারায় ইজমেন্ট এর সংজ্ঞা প্রদান করা হয়েছে। 

১৮৮২ সালের পথাধিকার আইনের ৫২ ধারায় লাইসেন্স বা অনুমতি পত্রের সংজ্ঞা প্রদান করা হয়েছে।

(৪) স্থায়িত্বগত পার্থক্য

ইজমেন্ট স্থায়ী প্রকৃতির অধিকার।

লাইসেন্স অস্থায়ী প্রকৃতির অধিকার।

(৫) হস্তান্তরগত পার্থক্য

ইজমেন্টের অধিকার হস্তান্তর করা যায়।

লাইসেন্স এর অধিকার হস্তান্তর করা যায় না।

(৬) প্রযোজ্যগত পার্থক্য 

ইজমেন্টের অধিকার সকলের উপর প্রযোজ্য।

লাইসেন্স এর অধিকার সকলের উপর প্রযোজ্য নয়।

(৭) ধরনগত পার্থক্য

ইজমেন্ট ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের হতে পারে।

লাইসেন্স শুধু ইতিবাচক হয়।

(৮) বাতিলগত পার্থক্য

দাতার ইচ্ছা অনুযায়ী ইজমেন্টের অধিকার বাতিল করা যায় না।

দাতার ইচ্ছা অনুযায়ী লাইসেন্সের অধিকার বাতিল করা যায়।

উপসংহারঃ ইজমেন্ট, লাইসেন্স, প্রেসক্রিপশন বিশেষ ধরনের অধিকার। এই সকল অধিকার সম্পর্কে সচেতন থাকতে হয়। অন্যথা নির্দিষ্ট সময় পর অনেক অধিকার নষ্ট হয়ে যেতে পারে। এমনকি স্বত্বের অধিকার বা মালিকার অধিকারও নস্যাৎ হতে পারে।