ইউরোপের মানচিত্র বাংলা তে নীচে দেওয়া রয়েছে, কিন্তু তার আগে আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কিছুটা আলোচনা করি এবং এই মহাদেশের দেশগুলোর নাম নিয়েও আলোচনা করব, সেই সঙ্গে এই মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও আলোচনা করব।
ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ। এর আয়তন ১ কোটি ৯ লক্ষ র্গকিলোমিটার। এটি ৩৫° উত্তর অক্ষরেখা থেকে ৭১° উত্তর অক্ষরেখা এবং ২৫° পশ্চিম দ্রাঘিমারেখা থেকে ৬৬° পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত। ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূ-মধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকদের ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর অজানা, অচেনা অনেক দেশ মহাদেশের সন্ধান পাওয়া যায়। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেই প্রথম হয়েছিল।
এখানকার পরিবেশগত উপাদান হচ্ছে জলবায়ু, ভূ-প্রকৃতি, মাটির উর্বরতা ও খনিজ সম্পদ, বিশেষ করে কয়লার বণ্টন। অন্যান্য এলাকার মত এখানকার বদ্বীপগুলোতে লোকবসতি ঘন। তবে চীন বা ভারতের মত অত ঘন নয়। বড় রকমের জনসমাবেশ শিল্পাঞ্চলে দেখা যায়। বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভরশীল কয়েকটি শহরের উপকূলীয় অবস্থান চোখে পড়ার মত।
এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এলবুর্জ (৫,৬৩৩ মিটার)। ইউরোপ মহাদেশ ৫০ টি দেশ নিয়ে গঠিত। এর মধ্যে আয়তনে বৃহৎ রাশিয়া (১,৭০,৭৫,৪০০ বর্গকিলোমিটার) এবং ক্ষুদ্রতম ভ্যাটিকান (০.৪৪ বর্গকিলোমিটার)। এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)। ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ যুক্তরাজ্য। এ মহাদেশে বসবাসকারী জনসংখ্যা ৭৪০ মিলিয়ন (পিআরবি, ২০১৬)। এশিয়া এবং ইউরোপ মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়।
ইউরোপের মানচিত্র :-
ইউরোপের মানচিত্র বাংলা বা ইউরোপ মহাদেশের ম্যাপ দেখে যদি তুমি একবার ইউরোপ মহাদেশের দেশসমূহ মনে রাখতে পারো তো কখনও ইউরোপের দেশগুলোর নাম ভূলবে না। নীচে ইউরোপের মানচিত্র বাংলা দেওয়া হল আশা করি তোমাদের খুব উপকারে লাগবে।
এছাড়াও ইউরোপের মানচিত্র এর জন্য তোমরা গুগলে ইউরোপ ম্যাপ লিখে সার্চ করে ইউরোপ মহাদেশের ম্যাপ খুব সহজেই দেখতে পার।
ইউরোপ মহাদেশের দেশসমূহ :-
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, প্রধান ভাষা, মুদ্রা, যে দেশের অধীনে ছিল এবং কবে স্বাধীন হয়েছে তা English alphabet অনুযায়ী নীচে দেওয়া হয়েছে এতে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার উপায় হিসেবে কাজে লাগাতে পারে।
১ – Albania / আলবেনিয়া
- রাজধানী :- তিরানা
- প্রধান ভাষা :- আলবেনিয়ান
- মুদ্রা :- লেক
- অধীনে ছিল :- অটোম্যান সাম্রাজ্যে
- স্বাধীনতা দিবস :- ২৮শে নভেম্বর ১৯১২
- রাজধানী :- অ্যান্ডোরা লা ভিলা
- প্রধান ভাষা :- ক্যাটালান
- মুদ্রা :- উইরো
- অধীনে ছিল :- স্পেন
- স্বাধীনতা :- ১২৭৮
৩ – Armenia / আর্মেনিয়া
- রাজধানী :- ইয়েরেভান
- প্রধান ভাষা :- আর্মেনিয়া
- মুদ্রা :- আর্মেনিয়ানা দ্রাম
- অধীনে ছিল :- সোভিয়েত ইউনিয়ন
- স্বাধীনতা দিবস :- ২৫শ ডিসেম্বর ১৯৯১
৪ – Austria / অস্ট্রিয়া
- রাজধানী :- ভিনার
- প্রধান ভাষা :- জার্মান
- মুদ্রা :- ইউরো
- অধীনে ছিল :- রোমান সাম্রাজ্য
- স্বাধীনতা :- ১৯১৮
৫ – Azerbaijan / আজারবাইজান
- রাজধানী :- বাকু
- প্রধান ভাষা :- আজারবাইজানি
- মুদ্রা :- মানাত
- অধীনে ছিল :- সোভিয়েত ইউনিয়ন
- স্বাধীনতা দিবস :- ৩০শে আগস্ট, ১৯৯১
৬ – Belarus / বেলারুশ
- রাজধানী :- মিনস্ক
- প্রধান ভাষা :- বেলারুশিয়ান
- মুদ্রা :- রুবেল
- অধীনে ছিল :- সোভিয়েত ইউনিয়ন
- স্বাধীনতা দিবস :- ২৬শে ডিসেম্বর ১৯৯১
৭ – Belgium / বেলজিয়াম
- রাজধানী :- ব্রাসেলস
- প্রধান ভাষা :- ওলন্দাজ, ফরাসি, জার্মান
- মুদ্রা :- ইউরো
- অধীনে ছিল :- নেদারল্যান্ড্স
- স্বাধীনতা দিবস :- ১৯ এপ্রিল ১৮৩৯
৮ – Bosnia & Herzegovina / বসনিয়া ও হার্জেগোভিনা
- রাজধানী :- সারায়েভো
- প্রধন ভাষা :- বসনিয়ান, সার্বিয়ান
- মুদ্রা :- কনভারটি বিলিনা মার্ক
- অধীনে ছিল :- যুগোস্লাভিয়া
- স্বাধীনতা দিবস :- ৬ এপ্রিল, ১৯৯২
৯ – Bulgaria / বুলগেরিয়া
- রাজধানী :- সোফিয়া
- প্রধান ভাষা :- বুলগেরিয়ান
- মুদ্রা :- লেভ
- অধীনে ছিল :- অটোম্যান সাম্রাজ্যে
- স্বাধীনতা দিবস :- ১৯০৮
১০ – Croatia / ক্রোয়েশিয়া
- রাজধানী :- জাগরেব
- প্রধান ভাষা :- ক্রোয়েশিয়ান
- মুদ্রা :- কুনা
- অধীনে ছিল :- যুগোস্লাভিয়া
- স্বাধীনতা দিবস :- ২৫ জুন, ১৯৯১
১১ – Cyprus / সাইপ্রাস
- রাজধানী :- নিকোশিয়া
- প্রধান ভাষা :- গ্রিক, তুর্কি
- মুদ্রা :- ঈউরো
- অধীনে ছিল :- যুক্তরাজ্য
- স্বাধীনতা দিবস :- ১৬ আগস্ট, ১৯৬০
এর পরবর্তী দেশগুলোর রাজধানী, ভাষা, মুদ্রা, অধীন ছিল যে দেশের এবং স্বাধীন কবে হয়েছে তা না লিখে, সেই ফরম্যাট অনুযায়ী লেখা হল।
- প্রাগ
- চেক
- করুনা
- চেকোস্লোভাকিয়া
- ১ জানুয়ারি ১৯৯৩
১৩ – Denmark / ডেনমার্ক
- রাজধানী :- কোপেনহেগেন
- প্রধান ভাষা :- ড্যানিশ
- মুদ্রা :- ড্যানিশ ক্রোনার
১৪ – Estonia / এস্তোনিয়া
- তাল্লিন
- এস্তোনিয়ান
- ইউরোপ
- জার্মান
- ২০ আগস্ট ১৯৯১
১৫ – Finland / ফিনল্যান্ড
- হেলসিংকি
- ফিনিশ
- ইউরো
- বলশেভিক রাশিয়া
- ৩ জানুয়ারি, ১৯১৮
১৬ – France / ফ্রান্স
- প্যারিস
- ফ্রেঞ্চ
- ইউরো
১৭ – Georgia / জর্জিয়া
- তিবিলিসি
- জর্জিয়, রাশিয়ান
- লারি
- সোভিয়েত ইউনিয়ন
- ২৫ ডিসেম্বর ১৯৯১
১৮ – Germany / জার্মান
- বার্লিন
- জার্মান
- ইউরো
- ৩রা অক্টোবর, ১৯৯০
- এথেন্স
- গ্রিক
- ইউরো
- অটোম্যান সাম্রাজ্য
- ৩ ফ্রেব্রুয়ারী ১৮৩০
২০ – Hungary / হাঙ্গেরি
- বুদাপেস্ট
- হাঙ্গেরিয়ান
- ফরিন্ট
২১ – Iceland / আইসল্যান্ড
- রিকজাভিক
- আইসল্যান্ডিক
- ক্রোনা
- ডেনমার্ক
- ১লা ফেব্রুয়ারি, ১৯০৪
২২ – Ireland / আয়ারল্যান্ড
- ডাবলিন
- আইরিশ
- ইউরো
- যুক্তরাজ্য
- ৬ ডিসেম্বর, ১৯২২
২৩ – Italy / ইতালি
- রোম
- ইতালিয়ান
- ইউরো
২৪ – Kosovo / কসোভো
- প্রিস্তিনা
- আলবেরিয়ান, সার্বিয়ান
- ইউরো
- রিগা
- লাতভিয়
- ইউরো
- রাশিয়া
- ১৯৯১
২৬ – Liechtenstein / লিচটেনস্টেইন
- ভ্যান্ডুজ
- জার্মান
- সুইস ফ্রাঙ্ক
- ৬ আগস্ট, ১৮০৬
২৭ – Lithuania / লিথুনিয়া
- ভিলনিয়াস
- লিথুনিয়ান
- লিতাস
- সোভিয়েত ইউনিয়ন
- ৬ সেপ্টেম্বর , ১৯৯১
২৮ – Luxembourg / লুক্সেমবার্গ
- লুক্সেমবুগ
- ফ্রেঞ্চ
- ইউরো
- পার্সি সাম্রাজ্য
- ১৫ মার্চ, ১৮১৫
২৯ – Malta / মাল্টা
- ভাল্লেত্তা
- মাল্টিজ, ইংরেজি
- ইউরো
- যুক্তরাজ্য
- ২১ সেপ্টেম্বর, ১৯৬৪
৩০ – Moldova / মলদোভা
- কিশিনেভ
- রোমানিয়ান
- মলদেভান লিউ
- সোভিয়েত ইউনিয়ন
- ২৭ আগস্ট, ১৯৯১
৩১ – Monaco / মোনাকো
- মোনাকো
- ফরাসি
- ইউরো
- পোডগোরিচা
- সার্বিয়ান
- ইউরো সার্বিয়ান
- সার্বিয়ান
- ৮ জুন, ২০০৬
৩৩ – Netherlands / নেদারল্যান্ডস
- আমস্টারডাম
- ওলন্দাজ
- ইউরো
৩৪ – North Macedonia (formerly Macedonia) / উত্তর মেসিডোনিয়া
- স্কপিয়ে
- মেসিডোনিয়ান
- মেসিডোনিয়ান দিনার
৩৫ – Norway / নরওয়ে
- অসলো
- নরওয়েজিয়ান
- নরওয়েজিয়ান ক্রোনার
- সুইডেন ইউনিয়ন
- ৭ জুন, ১৯০৫
৩৬ – Poland / পোল্যান্ড
- ওয়ারশ
- পোলিশ
- জলোটি
- ৩০ জানুয়ারি ,১৯৯০
৩৭ – Portugal / পর্তুগাল
- লিসবন
- পর্তুগিজ
- ইউরো
৩৮ – Romania / রুমানিয়া
- বুখারেস্ট
- রোমানীয়
- লেউ
- অটোম্যান সাম্রাজ্য
- ৭ মে, ১৮৭৭ / ১৮৭৮
৩৯ – Russia / রাশিয়া
- মস্কো
- রাশিয়ান
- রুবেল
৪০ – San Marino / সান মারিনো
- সান মেরিনো সিটি
- ইতালীয়
- ইউরো
- ৩ সেপ্টেম্বর, ৩০১
৪১ – Serbia / সার্বিয়া
- বেলগ্রেড
- সার্বিয়ান
- সার্বিয়ান দিনার
- যুগোস্লাভিয়া
- ৫ জুন ২০০৬
৪২ – Slovakia / স্লোভাকিয়া
- ব্রাটিস্নাভা
- স্লোভাক
- ইউরো
- চেকোস্লোভাকিয়া
- ১ জানুয়ারি, ১৯৯৩
৪৩ – Slovenia / স্লোভেনিয়া
- লিউব্লিয়ানা
- স্লোভেনিয়ান
- ইউরো
- যুগোস্লাভিয়া
- ২৫ জুন ১৯৯১
৪৪ – Spain / স্পেন
- মাদ্রিদ
- স্পেনীয়
- ইউরো
- স্টকহোম
- সুয়েডীয় ভাষা
- ক্রোনা
৪৬ – Switzerland / সুইজারল্যান্ড
- বের্ন
- জার্মান, ফরাসি, ইতালীয়, রোমানশ
- ফ্রাংক
- রোমান সাম্রাজ্য
- ২৪ অক্টোবর ১৬৪৮
- আঙ্কারা
- তুর্কি
- তুর্কি লিরা
- অটোম্যান
- ২৪ জুলাই, ১৯২৩
৪৮ – Ukraine / ইউক্রেন
- কিয়েভ
- ইউক্রেনীয়
- রিভনিয়া
- সোভিয়েত ইউনিয়ন
- ২৫ ডিসেম্বর, ১৯৯১
৪৯ – United Kingdom (UK) / যুক্তরাজ্য
- লন্ডন
- ইংরেজি
- পাউন্ড স্টার্লিং
৫০ – Vatican City (Holy See) / ভ্যাটিকান সিটি
- ভ্যাটিকান সিটি
- ল্যাটিন, ইতালিয়ান
- ইউরো
- ইতালি
- ১৯ ফেব্রুয়ারি, ১৯২৯
ইউরোপ মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
- ইউরোপের প্রবেশদ্বার বলা হয় – ভিয়েনা (অস্ট্রিয়া)
- ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় – সুইজারল্যান্ড
- ইউরোপের ককপিট/রণক্ষেত্র বলা হয় – বেলজিয়াম
- সম্মেলনের শহর বলা হয় – জেনেভা
- ল্যান্ড অব মার্বেল/মার্বেলের দেশ বলা হয় – ইতালি
- চির শান্তির শহর বলা হয় – রোম (ইতালি)
- সাদা শহর বলা হয় – বেলগ্রেড (সার্বিয়া ও মন্টিনিগ্রো
- নিশীথ সূর্যের দেশ বলা হয় – নরওয়ে
- হাজার হ্রদের দেশ বলা হয় – ফিনল্যান্ড
- সাত পাহাড়ের শহর বলা হয় – রোম (ইতালি)
- আড্রিয়াটিকের দয়িতা/রানী/পত্নী বলা হয় – ভেনিস (ইতালি)
Leave a comment