জেলখানার পরিচয়: ‘কলের কলকাতা’ রচনায় লেখক-কথক সুভাষ মুখােপাধ্যায় এখানে প্রেসিডেন্সি জেলখানার কথা বলেছেন।
লেখকের জেলখানায় ভ্রমণের অভিজ্ঞতা : ‘কলের কলকাতা’ রচনায় ইংরেজ পুলিশের হাতে বন্দি হন ভাড়াবাড়ির মালিক রামদুলালবাবু। রামদুলালবাবুকে দেখতে রামদুলালবাবুর দাদার সঙ্গে জেলে গিয়েছিলেন। বালক লেখক। জেলে ঢােকার অনুমতি নিয়ে মাথা নীচু করে জেলের ভেতর প্রবেশ করেন তারা, যা লেখকের মনে যথেষ্ট ক্রোধের জন্ম দিয়েছিল।
জেলখানায় ঢুকে একটু এগিয়ে বাঁ হাতের শেষ ঘরে সবাই কয়েদিদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে। লােকে-লােকারণ্য সেই ঘরে একটিমাত্র চেয়ার-টেবিল রয়েছে। লেখক দেখেন যে, সেই চেয়ারে বসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। ‘কয়েদ-গাড়ি’ করে কয়েদিরা এলে তিনি ঘর থেকে ছুটে বেরিয়ে নবাগতদের জড়িয়ে ধরছিলেন।
জেলবন্দিরা জাল দেওয়া জানালার কাছে মাঝে মাঝে এসে ভিড় করছিল। জানলার ভেতর থেকে একজন কয়েদি বালক লেখককে ডেকে জানায় যে, লেখক যেন তার বৃদ্ধা মাকে গিয়ে খবর দেন যে, সে ভালাে আছে। লােকটি তার বাড়ির নম্বরও জানিয়ে দেয়। কিন্তু কুঁড়েমি করে শেষপর্যন্ত লেখকের আর যাওয়া হয়ে ওঠেনি সেখানে, যা লেখককে আজও বেদনা দেয়।
ফেরার সময় জেলবন্দি স্বাধীনতা-সংগ্রামীদের কষ্টের কথা ভেবে লেখক হতাশ হয়ে পড়লেও তার মার শেখানাে “ও তাের শিকল পরা ছল। শিকল পরে শিকলরে তুই করবি রে বিকল।”—গানটি গাইতে গাইতে তিনি উজ্জীবিত হয়ে ওঠেন।
Leave a comment