অথবা, আন্তর্জাতিক আইন কী সত্যিই আইন? সংক্ষেপে লিখ।
ভূমিকাঃ বর্তমান বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্র একে অপরের ওপর অর্থনৈতিক, বাণিজ্যিক প্রভৃতি বহুবিধ বিষয়ের ওপর নির্ভরশীল; কোনাে রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযােগিতা ও তাদের পারস্পরিক বন্ধন, পারস্পরিক ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটেছে আন্তর্জাতিক আইনের।
আন্তর্জাতিক আইন কী সত্যিই আইনঃ আন্তর্জাতিক আইন আইন কিনা তার পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি রয়েছে, নিম্নে তা আলােচনা করা হলাে-
পক্ষের যুক্তিঃ আন্তর্জাতিক আইনের পক্ষে অনেক যুক্তি রয়েছে। যেমন-
(১) সার্বভৌম আইনের একমাত্র শর্ত নয়ঃ সার্বভৌমের ঘােষণা ব্যতিত আন্তর্জাতিক আইনকে আইনের মর্যাদা থেকে বাদ দেয়া যৌক্তিক নয়। আর সার্বভৌম কর্তৃপক্ষ আইনের প্রয়ােগের জন্য, কখনােই আইনের উৎসের জন্য নয়। আন্তর্জাতিক আইন প্রয়ােগের বিশ্বে অনেক সংস্থা আছে। ফলে একে আইনের মর্যাদা দেয়া সঙ্গত।
(২) শান্তি-শৃঙ্খলা রক্ষাঃ আইন মান্য করা হয় রাষ্ট্রের প্রতি আনুগত্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে। আন্তর্জাতিক আইনকেও মান্য করা হয় আন্তর্জাতিক শান্তি-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে। এ যুক্তিতে আন্তর্জাতিক আইন পরিপূর্ণ আইন।
(৩) বিশ্বজনমত সৃষ্টিঃ আন্তর্জাতিক আইনের পক্ষে বর্তমানে সারা বিশ্বে জনমত গড়ে ওঠেছে। কোনাে রাষ্ট্র সরাসরি কোন আন্তর্জাতিক আইন লংঘন করলে সারা বিশ্বে সমালােচনার ঝড় ওঠে। সুতরাং জাতীয় আইনের মতাে আন্তর্জাতিক আইনের জনপ্রিয়তাও তুঙ্গে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে আইন হিসাবে স্বীকৃতি দেয়া যায়।
বিপক্ষের যুক্তিঃ আন্তর্জাতিক আইনের বিপক্ষেও অনেক যুক্তি রয়েছে। যেমন-
(১) সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক সৃষ্ট নয়ঃ অস্টিনপন্থি রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন, আন্তর্জাতিক আইন কোনাে Supreme authority কর্তৃক সৃষ্ট নয় বা প্রযুক্ত নয় বিধায় তাকে আইন হিসাবে স্বীকৃতি দেয়া যায় না।
(২) শাস্তির ব্যবস্থাঃ আন্তর্জাতিক আইন ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তির কোনাে ব্যবস্থা নেই এবং তা মেনে চলতেও কোনাে রাষ্ট্র বাধ্য নয়।
(৩) কোনাে সুনির্দিষ্ট রূপ নেইঃ আন্তর্জাতিক আইন কতগুলাে এলােমেলাে ও অসম্পূর্ণ নিয়মের সমষ্টি। এর কোনাে নির্দিষ্ট ও সর্বসম্মত রূপ নেই। সুযােগ-সুবিধা ও অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে একে ব্যাখ্যা করে।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক আইন সত্যিকার অর্থে আইন কিনা তার পক্ষে-বিপক্ষে অনেক মত রয়েছে। বর্তমান কালের রাষ্ট্রবিজ্ঞানীগণ আন্তর্জাতিক আইনকে পরিপূর্ণ আইনের মর্যাদা দিতে আগ্রহী। আন্তর্জাতিক আইনের একটি বড় অনুমােদন হলাে জাতিসংঘ ও বিশ্বজনমত।
Leave a comment